শ্রীলঙ্কা ম্যাচের জয়ের নায়ক থাকছেন না বাঁচা-মরার লড়াইয়ে

সুফিলকে ছাড়াই আজ মাঠে নামতে হবে বাংলাদেশকে। ছবি: বাফুফে
সুফিলকে ছাড়াই আজ মাঠে নামতে হবে বাংলাদেশকে। ছবি: বাফুফে

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে একাদশে ফরোয়ার্ড লাইনে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের জায়গায় খেলেছিলেন মাহবুবুর রহমান সুফিল। আর সেই পরিবর্তনই শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে এসেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জন্য। সুফিলের একমাত্র গোলেই এবারের গেমসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।

আজ যখন স্বাগতিক নেপালের বিপক্ষে বাঁচা মরার লড়াই। ফাইনালে খেলতে হলে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। কিন্তু মাঠে নামার আগে দুঃসংবাদই পেল দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নিষেধাজ্ঞার জন্য সুফিলকে পাওয়া যাচ্ছে না। কারণ দুই হলুদ কার্ড। আজ সকালেই সুফিলের নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশ দলকে জানিয়ে দিয়েছে আয়োজকেরা। দলীয় সূত্রে তা নিশ্চিত হওয়া গিয়েছে। তাঁর জায়গায় আবার একাদশে ফিরতে যাচ্ছেন জীবন।

>

নেপালের বিপক্ষে জিতলেই গেমসের ফুটবল ফাইনালে চলে যাবে বাংলাদেশ। কিন্তু নিষেধাজ্ঞার খড়গে পড়ায় বাঁচা-মরার লড়াইয়ে খেলতে পারবেন না শেষ শ্রীলঙ্কা ম্যাচের জয়ের নায়ক মাহবুবুর রহমান সুফিল।

ভুটানের কাছে হারের পর মালদ্বীপের বিপক্ষে ড্র। এতেই বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্নটা ধূসর হয়ে গিয়েছিল। কিন্তু নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে জামাল ভূঁইয়াদের সেই স্বপ্নটা আবার জেগেছে। আজ নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেপাল। সেই হিসেবে ফাইনালে খেলতে হলে জিতলেই হবে বাংলাদেশের। তবে পয়েন্টে এগিয়ে থাকায় ড্র করলে ফাইনালে চলে যাবে নেপাল।