পাকিস্তানের প্রস্তাবে বাংলাদেশ কী বলে

দিবারাত্রির টেস্টের আগে পাকিস্তান সফরের জন্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় বিসিবি। ছবি: ফাইল ছবি, এএফপি
দিবারাত্রির টেস্টের আগে পাকিস্তান সফরের জন্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় বিসিবি। ছবি: ফাইল ছবি, এএফপি
>জানুয়ারিতে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে আছে অনিশ্চয়তা। এর মধ্যে পাকিস্তান প্রস্তাব দিয়েছে, করাচিতে তারা খেলতে চায় দিবারাত্রির টেস্ট

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) একই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। জানুয়ারিতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশ দলের। সিরিজের সূচিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি আছে। আজ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বিসিবিকে সফরের একটি টেস্ট গোলাপি বলে খেলার প্রস্তাব দিয়েছে পিসিবি।

বিসিবির কর্তারা এই মুহূর্তে ব্যস্ত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। ভীষণ ব্যস্ততার মধ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, বাংলাদেশ পাকিস্তানে যাবে কি যাবে না—সেটিই নিশ্চিত নয়। তাঁরা এখনো অপেক্ষায় আছেন সরকারের সবুজ সংকেতের। সন্ধ্যায় প্রথম আলোকে আকরাম বলেছেন, ‘আমাদের আগে সরকারের সংকেত পেতে হবে। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর এটা নিয়ে বসব। দিবারাত্রির টেস্টের চেয়ে আগে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সরকারের ছাড়পত্র পাওয়া। সরকারের সবুজ সংকেত না পাওয়ার আগে এসব নিয়ে কিছু বলার উপায় নেই।’

সফর যেহেতু নিশ্চিত নয়, পাকিস্তান সফরের সূচিও এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী শুধু এতটুকু বলা যাচ্ছে, এই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি আছে। ক্রিকইনফো বলছে, করাচি হতে পারে যে কোনো এক টেস্টের ভেন্যু। পিসিবি চাইছে এ মাঠেই দিবারাত্রির টেস্ট আয়োজন করতে।

দুই মাস আগেই পাকিস্তানে দুটি দল পাঠিয়েছে বিসিবি। গত অক্টোবরে বাংলাদেশ নারী দল পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। একই সময় অনূর্ধ্ব-১৬ দলও সফর করেছে পাকিস্তান। কদিন আগেই ভারত সফরের কলকাতা টেস্টে প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলেছে বাংলাদেশ। ভারত সিরিজের কলকাতা টেস্ট শেষ মুহূর্তে গোলাপি বলে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।