সকালটা শুরু হলো সোনার হাসিতে

আজ দিনের দ্বিতীয় সোনা এল সোহেলের হাত ধরে। ছবি: প্রথম আলো
আজ দিনের দ্বিতীয় সোনা এল সোহেলের হাত ধরে। ছবি: প্রথম আলো

গতকাল এসএ গেমসে সোনালি এক দিন কেটেছে বাংলাদেশের। আর্চারি ও মেয়েদের ক্রিকেটের সুবাদে সাতটি সোনা জিতেছে বাংলাদেশ। আর্চারির সোনা জয়ের ধারা আজও বজায় আছে। সকালেই কম্পাউন্ড এককে সোনা জিতে নিয়েছেন আর্চার সোমা বিশ্বাস। এরপরই পুরুষ এককে টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালে সোনার হাসি হেসেছেন সোহেল রানা।

আজ ফাইনালে ভুটানের তানজিং দরজির মুখোমুখি হয়েছেন সোহেল। সেখানে শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু বাংলাদেশকে দিনের দ্বিতীয় সোনাটি ঠিকই এনে দিয়েছেন এই তিরন্দাজ। ভুটানের তানজিং দরজিকে হারিয়েছেন ১৩৭-১৩৬ পয়েন্টে। এসএ গেমসে আর্চারি বাংলাদেশের জন্য সেরা খেলা হয়ে উঠেছে। এখানে আজ সকাল পর্যন্ত আটটি সোনা পেয়েছে বাংলাদেশ। গেমসে দেশের জেতা অর্ধেক সোনাই এখন পর্যন্ত এই খেলা থেকে এসেছে।

মেয়েদের ক্রিকেটের সোনার সঙ্গে আর্চারির ছয় সোনাতে গতকাল সাতটি সোনা জিতেছে বাংলাদেশ। গেমসের প্রথম সাত দিনে সাতটি সোনা জয়ের পর গতকালেই সংখ্যাটি দ্বিগুণ হয়ে গেছে। আজ সকালে আর্চারির সুবাদে সোনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬।