পরের রাউন্ডে উঠতে কী করতে হবে লিভারপুল-চেলসিকে?

ফন ডাইক-সালাহদের পরের রাউন্ডে ওঠা এখনও নিশ্চিত নয়। ছবি : এএফপি
ফন ডাইক-সালাহদের পরের রাউন্ডে ওঠা এখনও নিশ্চিত নয়। ছবি : এএফপি
>

এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, পিএসজি, রিয়াল মাদ্রিদ ও টটেনহাম। ওদের সঙ্গী হতে হলে আজ গ্রুপের শেষ রাউন্ডে প্রথম দিনের ম্যাচে কোন দলের কী করতে হবে, দেখে নেওয়া যাক এক নজরে।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ থেকে। এখনো বেশ কিছু দলের ভাগ্য ঝুলছে সুতার ওপর। পরের রাউন্ডে সেসব দল যেতে পারবে নাকি না, সেটা নির্ভর করছে এই শেষ রাউন্ডের ম্যাচগুলোর ওপর। এমনকি বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলেরও। লিভারপুল ছাড়াও আজ শেষ রাউন্ডের ম্যাচের ওপর পরের রাউন্ডে যাওয়া-না যাওয়া নির্ভর করছে চেলসি, আয়াক্স, নাপোলি, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, জেনিত, লিওঁ, লাইপজিগ প্রমুখ ক্লাবের।

দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য আজ ক্লাবগুলোকে কী কী করতে হবে? আসুন দেখে নেওয়া যাক।

গ্রুপ ই
সালজবুর্গ (৭ পয়েন্ট): লিভারপুল (১০)
নাপোলি (৯): গেঙ্ক (১)

গ্রুপের হিসাব
লিভারপুলকে পরের রাউন্ডে যেতে হলে সালজবুর্গের সঙ্গে ড্র করতে হবে, অথবা গেঙ্কের কাছে হারতে হবে নাপোলিকে। নাপোলিকে পরের রাউন্ডে যেতে হলে গেঙ্কের সঙ্গে ড্র করতে হবে, অথবা লিভারপুলকে না হেরে থাকতে হবে সালজবুর্গের বিপক্ষে। গ্রুপ পর্বে আগের ৫ ম্যাচে ১৬ গোল সালজবুর্গের। ওদের চেয়ে বেশি গোল শুধু বায়ার্ন (২১) ও টটেনহামের (১৭)। চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ ১৯ ম্যাচের ১৭টিতে অপরাজিত সালজবুর্গ।

গ্রুপ এফ
ইন্টার মিলান (৭): বার্সেলোনা (১১)
ডর্টমুন্ড (৭): স্লাভিয়া প্রাহা (২)

গ্রুপের হিসাব
ইন্টার মিলান শেষ ষোলোতে যাবে যদি ওরা বার্সেলোনাকে হারায়, অথবা ডর্টমুন্ডের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে। ডর্টমুন্ডকে শেষ ষোলোতে যেতে হলে ইন্টারের চেয়ে বেশি পয়েন্ট পেতেই হবে, কারণ মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধানে তারা ইন্টারের চেয়ে পিছিয়ে। ইন্টারের বিপক্ষে সব টুর্নামেন্টে সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতে অপরাজিত বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে নিজেদের সর্বশেষ ৫ ম্যাচে জয়হীন প্রাহা।

গ্রুপ জি
লিও (৭): লাইপজিগ (১০)
বেনফিকা (৪): জেনিত (৭)

গ্রুপের হিসাব
জেনিতকে পরের রাউন্ডে যেতে হলে বেনফিকাকে হারাতে হবে, অথবা অন্য ম্যাচে লাইপজিগকে না হেরে থাকতে হবে লিওর কাছে। লাইপজিগকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে লিও। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ১৮ ম্যাচের মাত্র ৩টিতে জয় বেনফিকার। গ্রুপে এর আগে প্রতিপক্ষের মাঠে দুটি ম্যাচেই জয় লাইপজিগের।

গ্রুপ এইচ
আয়াক্স (১০): ভ্যালেন্সিয়া (৮)
চেলসি (৮): লিল (১)

গ্রুপের হিসাব
ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে আয়াক্স। ভ্যালেন্সিয়া জিতলে ওরাই চলে যাবে শেষ ষোলোতে। চেলসি পরের রাউন্ডে যাবে যদি লিলকে হারায়, অথবা যদি ওরা ড্র করে এবং ভ্যালেন্সিয়া আয়াক্সের কাছে হারে। এ নিয়ে ১৬তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে চেলসি, এর মধ্যে একবারই শুধু পরের রাউন্ডে যেতে পারেনি। আমস্টারডামে স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ ৮ ম্যাচের মাত্র ২টি জয় আয়াক্সের।