আকরাম রংপুরে 'অদৃশ্য' হয়েছেন তাহলে এ কারণে

রংপুরের পরিচালক আকরাম এখন যাবেন কোথায়? ফাইল ছবি, প্রথম আলো
রংপুরের পরিচালক আকরাম এখন যাবেন কোথায়? ফাইল ছবি, প্রথম আলো

বিপিএলের নিলামে রংপুরের পরিচালক হিসেবে আকরাম খানই ছিলেন। গ্রান্ট ফ্লাওয়ারের সঙ্গে দল গুছিয়েছেন। কিন্তু শ্রীলঙ্কার চাকরি নিয়ে রংপুরকে শেষ মুহূর্তে ‘না’ করে দিয়েছেন ফ্লাওয়ার। টুর্নামেন্ট শুরুর আগের দিন আকরামও রংপুর থেকে প্রায় ‘অদৃশ্য’! ঘটনা কী?

কুমিল্লার মতো রংপুরও এবার পুরোপুরি বিসিবির অর্থায়নে চলছিল। বিসিবি কাল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে দলটির জার্সি উন্মোচন করা হবে। অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা একটায়। বিসিবির কয়েকজন কর্মকর্তা ঘুরেও গেলেন একটার দিকে। কিন্তু অনুষ্ঠান সময়মতো শুরু হলো না। শুরু হলো প্রায় এক ঘণ্টা পর।

সেটির চেয়ে বড় ‘চমক’, রংপুরের সংবাদ সম্মেলনে নেই দলের পরিচালক আকরাম খান। তাঁর জায়গায় এসেছেন রাজশাহীর পরিচালক এনায়েত হোসেন। তাহলে আকরাম কোথায়? এনায়েত, আকরাম ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রত্যেকেই পরে ব্যাখ্যা দিয়েছেন, আকস্মিকভাবে কেন বদলে গেল রংপুরের পরিচালকের নাম।

প্রায় পাঁচ কোটি টাকায় টুর্নামেন্টের আগমুহূর্তে রংপুরের স্পনসর হয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা। সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্মও। দুটি প্রতিষ্ঠানেই পরিচালক হিসেবে আছেন এনায়েত হোসেন। বিসিবির এই পরিচালক ওতপ্রোতভাবে যুক্ত থাকতে চেয়েছেন রংপুরের সঙ্গে। এনায়েত বললেন, ‘আমি ইনসেপ্টার পরিচালক। আমাদের প্রতিষ্ঠান যেহেতু জড়াচ্ছে এই দলটির সঙ্গে, আমার সম্পৃক্ততা তো থাকবেই। আগে এই দলের পরিচালক আকরাম খান ছিলেন। আমি ছিলাম রাজশাহীতে। বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে, আমি এখান চলে আসব। রাজশাহীর পরিচালক কে হবে জানি না।’

তাহলে রংপুরে আকরামের ভূমিকা কী হবে? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলছেন, ‘সিরাজ (এনায়েত) ভাইরা দলটা কিনেছে। আমি দল করে দিয়েছি। কালও সরাসরি জড়িয়ে ছিলাম। এখনো আছি। তিনি যদি সহায়তা চান, আমি সেটা করব।’

এনায়েত রংপুরের পরিচালক হওয়ায় রাজশাহীর দায়িত্ব কে নিচ্ছেন, সেটি অবশ্য সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন শুধু এতটুকুই জানালেন, ‘বদলটা যেহেতু আজই হয়েছে, দ্রুতই আমরা ঠিক করে ফেলব।’