'চিকন' শরীরে কীভাবে বড় ছক্কা মারা যায়

দাসুন শানাকা। কাল শাসন করেছেন রংপুরের বোলারদের। ছবি: প্রথম আলো
দাসুন শানাকা। কাল শাসন করেছেন রংপুরের বোলারদের। ছবি: প্রথম আলো

এত হালকা-পাতলা গড়নের একজন ব্যাটসম্যান কীভাবে এত বড় বড় ছক্কা মারেন—দাসুন শানাকাকে দেখে বারবার এ কথাটাই মনে হয়েছে! কাল কুমিল্লার ইনিংসের শেষ ৩ ওভারে মারলেন ৯ ছক্কা! এর মধ্যে মোস্তাফিজুর রহমানের এক ওভারেই মেরেছেন টানা ৪ ছক্কা।

মোস্তাফিজের একটি ফুলটস তো গ্র্যান্ড স্ট্যান্ডের উঁচু ছাদ পেরিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়েই যাচ্ছিল! শানাকাকে দেখে মনেই হয় না তাঁর এত ‘পাওয়ার’! মোস্তাফিজের কাছে অবশ্য শানাকার এ মার নতুন কিছু মনে হয়নি। আজ দুপুরে ফিটনেস নিয়ে কাজ করতে এসে বাঁহাতি পেসার কথায় কথায় বলছিলেন, ‘ওর বড় ছক্কা মারার অভ্যাস আছে। আমার যে ফুলটসে সে বিশাল ছক্কাটা মেরেছে, শুধু ব্যাট পেতে দিয়েছে। দুর্দান্ত টাইমিংয়ে বড় ছক্কা হয়ে গেছে। প্রথম যে দুটো ছক্কা মেরেছে ওই দুটি একেবারে খারাপ বল ছিল না। ওর টেকনিকটা ভালো।’

কাল রাতে সংবাদ সম্মেলনে শানাকা মোস্তাফিজের কথাটাই বলছিলেন, ‘এর চেয়ে বড় ছক্কা আমি মেরেছি। হ্যাঁ, ওটা (গ্র্যান্ড স্ট্যান্ডের ওপরে পাঠিয়ে দেওয়া) বেশ উপভোগ্য ছিল।’ মোস্তাফিজ নিজের আগের তিন ওভারেও অসাধারণ বোলিং করেছিলেন। ৩ ওভারে ১২ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট। তবুও শেষ দিকে বাঁহাতি পেসারকে তুলোধুনা করলেন কোন উপায়ে, সেটি বলেছেন শানাকা, ‘ওকে আগেও কয়েকবার খেলেছি। জানতাম সে কোথায় বল করে। অপেক্ষা করছিলাম ওর বাজে বলের জন্য।’

>

বাংলাদেশ দলে তেমন পাওয়ার হিটার নেই—এ নিয়ে আফসোস প্রায়ই শোনা যায়। টি-টোয়েন্টিতে ‘পাওয়ার’ না থাকলেও যে বড় বড় ছক্কা মারা যায় কাল দাসুন শানাকা আরেকবার দেখালেন

মোস্তাফিজের ওপর চড়াও হওয়ার কৌশল বলেছেন। কিন্তু হালকা-পাতলা গড়নে এত বড় বড় ছক্কার রহস্য কী? শানাকা বললেন, আলাদাভাবে ছক্কা মারার কোনো অনুশীলন তিনি করেন না, ‘না, সেভাবে ছক্কার অনুশীলন করি না। টেকনিক নিয়েই বেশি কাজ করি। ক্যারিয়ারের শুরুতে আমার টেকনিক অত ভালো ছিল না। আমাকে এটা রপ্ত করতে হয়েছে, খেলার ধরনের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।’

বাংলাদেশ দলে তেমন পাওয়ার হিটার নেই—এ আফসোস প্রায়ই শোনা যায়। কিন্তু শানাকার কথায় নিশ্চয়ই অনুপ্রাণিত হওয়া যায়, টি-টোয়েন্টিতে শারীরিক শক্তিই সব না, ‘গায়ের জোরই সব নয়। টেকনিকও বড় নিয়ামক। আমি তো হালকা-পাতলা গড়নের। ছক্কার ক্ষেত্রে স্কিল আর টেকনিক আসলে বড় ভূমিকা রাখে।’