পিন্ডিতে আলোচনায় পাকিস্তানি সাংবাদিকের 'হরর শো'

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিরোশান ডিকভেলা। ছবি: টুইটার
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিরোশান ডিকভেলা। ছবি: টুইটার
>

রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দলের ক্রিকেটারকে চিনতে ভুল করেন পাকিস্তানের এক সংবাদকর্মী। সেই ক্রিকেটার ভুল শুধরে দিলেও সংবাদকর্মীটি আবারও ভুল করেন

দীর্ঘ এক দশক পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানের মাটিতে। স্বাভাবিকভাবেই রাওয়ালপিন্ডি টেস্ট এখন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের আলোচনার খোরাক। যদিও কাল টেস্টের দ্বিতীয় দিনের বেশির ভাগ সময় ভেসে গেছে বৃষ্টিতে। কাল তাই এ টেস্টে মাঠের খেলা নিয়ে তেমন কিছু না থাকলেও আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের এক সংবাদকর্মী। শ্রীলঙ্কা দলের এক ক্রিকেটারকে সেই সংবাদকর্মী সামনে থেকেও চিনতে পারেননি। অবিশ্বাস্য ব্যাপার হলো, ক্রিকেটারটি ভুল সংশোধন করিয়ে দেওয়ার পরও তিনি আবার ভুল করেছেন!

দ্বিতীয় দিনে মাত্র ১৮.২ ওভার খেলা হয়েছে। ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ধনঞ্জয়া ডি সিলভা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কান উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। কিন্তু সংবাদ সম্মেলনে পাকিস্তানি সেই সংবাদকর্মী তাঁকে ধনঞ্জয়া ভেবে ভুল করেন। কিন্তু ডিকভেলা ভুল সংশোধন করিয়ে দেওয়ার পরও সংবাদকর্মীটি একই ভুল আবার করেছেন।

৩৩ রান করে দ্বিতীয় দিনে আউট হন ডিকভেলা। তার আগে ধনঞ্জয়ার সঙ্গে গড়েছেন ৬৭ রানের জুটি। দ্বিতীয় দিনে শুধু ডিকভেলার উইকেটই নিতে পেরেছে পাকিস্তান। অন্যদিকে ধনঞ্জয়া মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে। সংবাদ সম্মেলনে সেই সংবাদকর্মী ডিকভেলাকে ধনঞ্জয়া ভেবে প্রশ্ন করতেই ভুলটা ধরিয়ে দেন লঙ্কান উইকেটরক্ষক, ‘আমি ডি সিলভা নই ডিকভেলা।’ কিন্তু এরপরও কাজ হয়নি। সেই সংবাদকর্মী বলে যান, ‘এমন কন্ডিশনে এই উইকেটে আপনি ভালো খেলেছেন। সেঞ্চুরি তুলে নেওয়ার আশা করেন?’

মাঠে ডিকভেলা দ্রুত আউট হলেও তাঁর ধৈর্য আছে বলতেই হবে। হাসিমুখেই এ ক্রিকেটার সংবাদকর্মীটির ভুল আবারও সংশোধন করিয়ে দেন, ‘আমাকে বলছেন? আমি তো ডি সিলভা নই, আমি ডিকভেলা। আউট হয়ে আগেই প্যাভিলিয়নে ফিরেছি। হয়তো দ্বিতীয় ইনিংসে হতে পারে।’ ডিকভেলা এরপর পাকিস্তানের আতিথেয়তা এবং সেখানে টেস্ট খেলতে পেরে আত্মতৃপ্তি প্রকাশ করে বলেন, ‘পাকিস্তানে খেলতে পেরে গর্ব লাগছে। সবাই বলেছে কোনো পাকিস্তানি (বর্তমান দলের) ক্রিকেটার নাকি দেশের মাটিতে টেস্ট খেলেনি। এটা তাদের জন্য দুর্দান্ত এক সুযোগ। ঐতিহাসিক এ ম্যাচটা খেলতে পেরে সত্যিই ভালো লাগছে।’

ডিকভেলা পরিস্থিতি সামলে নিলেও সেই সংবাদকর্মীর এমন ‘হরর শো’ কিন্তু আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশি-বিদেশি সংবাদমাধ্যমেও উঠে এসেছে এমন অবিশ্বাস্য ভুল।