মেসি-রোনালদো নয়, এমবাপ্পের খেলা দেখেন ইব্রা

ইব্রার এখন এমবাপ্পেকেই পছন্দ। ছবি: এএফপি
ইব্রার এখন এমবাপ্পেকেই পছন্দ। ছবি: এএফপি

ইব্রাহিমোভিচের পিএসজি যুগ শেষ হওয়ার কিছুদিন পরই ফরাসি ক্লাবটায় শুরু হয়েছে এমবাপ্পের যুগ। এমবাপ্পে যখন পিএসজিতে যোগ দিচ্ছেন, প্রায় সে সময়ই ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ইব্রাহিমোভিচকে পাড়ি দিতে হয়েছিল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে। ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে ইব্রাহিমোভিচকে হটিয়ে দেওয়ার পথে এমবাপ্পে। সে হিসেবে এমবাপ্পেকে মোটেও সহ্য করতে পারার কথা না ইব্রার। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তরুণ তারকার প্রতি ইব্রা তাঁর ভালো লাগার কথাই জানিয়েছেন।

ব্রাজিলের কিংবদন্তি তারকা স্ট্রাইকার রোনালদো লিমার প্রতি ইব্রাহিমোভিচের মুগ্ধতার কথা সবারই জানা। সময় পেলেই রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ হন ইব্রা। রোনালদোর খেলা দেখে দেখেই নিজেকে তিল তিল করে গড়ে তুলেছেন, সুযোগ পেলেই বিভিন্ন সাক্ষাৎকারে কথাটা বলে বেড়ান এই সুইডিশ তারকা। এখানেও তার ব্যতিক্রম হয়নি, ‘রোনালদো যখন খেলত, তখন আমরা সবাই চাইতাম তাঁকে নকল করতে। অসাধারণ একটা স্টাইল ছিল তার খেলার মধ্যে।’

সব সময় রোনালদোর ভিডিও দেখলেও এখন সে জায়গায় চলে এসেছে একজন তরুণ তারকা। তিনি আর কেউ নন, ইব্রার সাবেক ক্লাব পিএসজির বর্তমান তারকা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, ‘আমি আগে রোনালদোর খেলা দেখতাম অনেক। কিন্তু এখন অত বেশি দেখি না। এখন আমার প্রিয় খেলোয়াড় মনে হয় এমবাপ্পে। ও সবার চেয়ে আলাদা। আক্ষরিক অর্থেই এমবাপ্পে একাই ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে।’

>

লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো নয়, পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের খেলা দেখতেই বেশি ভালো লাগে, জানিয়েছেন পিএসজির সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ

মাত্র ২০ বছর বয়সে এমবাপ্পে যা অর্জন করেছেন, তা অনেক বাঘা বাঘা স্ট্রাইকারও গোটা ক্যারিয়ারে অর্জন করতে পারেন না। কিছুদিন আগেই পেশাদার ক্যারিয়ারের শততম গোল করে ফেলেছেন তিনি, একুশ বছরে পা দেওয়ার আগেই। মেসির শততম গোল করতে ২২ বছর ৬ মাসের মতো লেগেছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছিল আরেকটু বেশি, প্রায় ২৩ বছর। সে হিসাবে মেসি বা রোনালদো দুজনের চেয়েই এগিয়ে আছেন এমবাপ্পে। ইব্রা তো মুগ্ধ হবেনই, ‘ও এখনো অনেক তরুণ। আমি আশা করব যেন ও একইভাবে পরিশ্রম করতে থাকে। ওর বয়স যা-ই হোক না কেন, এর মধ্যেই ও একজন তারকা।’