লিভারপুলকে আরও ভালো অবস্থানে রেখে যেতে চান ক্লপ

২০২৪ পর্যন্ত লিভারপুলেই থাকছেন ক্লপ। ছবি: এএফপি
২০২৪ পর্যন্ত লিভারপুলেই থাকছেন ক্লপ। ছবি: এএফপি
লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত লিভারপুলেই দেখে যাবে তাঁকে


আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পারের মতো ক্লাবগুলো লিভারপুলকে দেখে ঈর্ষা করতেই পারে। বাকি দলগুলো যেখানে নিজেদের কোচ ও এবং কোচের দর্শনে নিজেদের অভ্যস্ত করে নিতে সময় নিচ্ছে, সেখানে লিভারপুল অনেকটাই নির্ভার। যে কোচ তাদের এই দশকের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে, তাঁর সঙ্গেই সম্পর্কটা আরেকটু পোক্ত করার ঘোষণা দিয়েছে দলটা। ২০২৪ সাল পর্যন্ত ইয়ুর্গেন ক্লপের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে চ্যাম্পিয়নস লিগজয়ী লিভারপুল। চুক্তি বাড়িয়েই লিভারপুলকে আরও শক্তিশালী করার আশার কথা জানিয়েছেন এই কোচ।

লিভারপুলকে ছাড়ার কথা এখনো চিন্তা করেননি এই জার্মান কোচ, এমনটাই জানিয়েছেন, ‘বর্তমানে এই দলটা অসাধারণ। তবে গা ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না। অন্যরা পরিশ্রম করলে আমাদেরও করতে হবে। অন্যরা না ঘুমালে আমরা না ঘুমিয়ে খেটে যাব। আমাদের দেখতে হবে, আমরা কী কী পরিবর্তন করতে পারি। আমি যখন ক্লাবটা ছাড়ব, তখন লিভারপুল যেন খুবই ভালো অবস্থানে থাকে, সে অবস্থানে দলটাকে রেখে যাওয়াই আমার লক্ষ্য। নতুন চুক্তির ব্যাপারে ক্লাব যখন আমাকে জিজ্ঞেস করল, আমি দ্বিতীয়বার ভাবিনি। আমি এই ক্লাব ছাড়ার কথা চিন্তাও করতে পারিনি। ক্যারিয়ার শেষে আমি পেছন ফিরে যখন দেখব, তিনটি অসাধারণ ক্লাবকে কোচিং করিয়েছি (মেইঞ্জ, বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুল), আমি খুশিই হব।’

ক্লপ জানেন, নতুন খেলোয়াড়দের দলে আনার জন্য তাঁর নিজের এই ক্লাবে থাকাটা বেশ জরুরি, ‘আপনি যখন নতুন কোনো খেলোয়াড়কে আনতে চাইবেন, তাঁরা প্রথমেই জিজ্ঞেস করবে কোচ কত দিন থাকবে ক্লাবে? এ ধরনের অবস্থার সৃষ্টি যেন না হয়, সে কারণেই আমার থাকাটা জরুরি। লিভারপুলের সঙ্গে চুক্তি বাড়িয়ে আমি অনেক খুশি।’

জানুয়ারি দলবদলে কে কে দলে আসবে, সে ব্যাপারে এখন থেকেই পরিকল্পনা করা শুরু করে দিয়েছে লিভারপুল। রেড বুল সালজবুর্গ থেকে দলে আসছেন জাপানি মিডফিল্ডার তাকুমি মিনামিনো।