রানআউটের সিদ্ধান্তে খেপেছেন কোহলি

ম্যাচ হারের পর হতাশাগ্রস্ত কোহলি। ছবি: এএফপি
ম্যাচ হারের পর হতাশাগ্রস্ত কোহলি। ছবি: এএফপি
>

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হেসেখেলে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে আলোচনার জন্ম দিয়েছে রবীন্দ্র জাদেজার রানআউট। ভারতের অধিনায়ক বিরাট কোহলির মতে, অন্যায়ভাবে আউট করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। সেটা না হলে ভারতের স্কোর আরও বেশি হতো

প্রথমে ব্যাট করতে নেমে ২৮৭ রান তুলেছিল ভারত। সে লক্ষ্য ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের রান যদি ১৫-২০ বেশি হতো, তাহলে কি এত সহজে জিততে পারত ক্যারিবীয়রা? হয়তো না। আর এই আক্ষেপেই পুড়ছেন বিরাট কোহলি। আম্পায়ারদের অদূরদর্শিতার কারণে আর কয়েকটা রান তুলতে পারেনি ভারত, অন্যায়ভাবে আউট দেওয়া হয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে, এমনটাই বলেছেন ভারতের অধিনায়ক।

ঘটনাটা একটু খোলাসা করে বলা যাক। ভারতের ইনিংসের তখন ৪৮তম ওভার চলে। উইকেটে তখন রবীন্দ্র জাদেজা, আর শিভাম দুবে। জাদেজা ব্যাটিং করছিলেন ২০ বলে ২১ রান নিয়ে। আগের বলেই আউট হয়ে ফিরে গেছেন ৩৫ বলে ৪০ রান করা কেদার যাদব, ফলে রান তোলার মূল দায়িত্ব তখন জাদেজার কাঁধেই। কিন্তু পরের বলেই বাধল বিপত্তি। কিমো পলের করা ওভারের চতুর্থ বলটি মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান নিয়ে নেন জাদেজা। সে বলে আবার সরাসরি থ্রো করে জাদেজার দিককার স্টাম্প ভাঙেন রোস্টন চেজ।

খালি চোখে মনে হচ্ছিল জাদেজা বেশ ভালোভাবেই রান নিতে পেরেছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ তারকাদের আবেদনেও তেমন জোর ছিল না। আম্পায়ার শন জর্জ প্রথমে নট আউটই দেন জাদেজাকে। কিন্তু কয়েক সেকেন্ড পর মাঠের জায়ান্ট স্ক্রিন ও টিভি রিপ্লেতে দেখা যায়, আসলে আউট ছিলেন জাদেজা। সেটা দেখে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডসহ বাকি ক্যারিবীয়রা আবারও আবেদন করেন, শরণাপন্ন হন তৃতীয় আম্পায়ারের। আউট দেওয়া ছাড়া তখন তৃতীয় আম্পায়ার রড টাকারের কিছু করার ছিল না। দেরিতে হলেও ন্যায়বিচার পায় উইন্ডিজ।

শেষমেশ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেও যেভাবে সঠিক বিচারটা করা হয়েছে, তাতেই আপত্তি ভারত অধিনায়ক বিরাট কোহলির। সিদ্ধান্ত ঠিক বা ভুল যা–ই হোক না কেন, মাঠের আম্পায়ার যা সিদ্ধান্ত নেবেন, সেটাই শিরোধার্য হিসেবে মানা হয়। কিন্তু জাদেজার ক্ষেত্রে সে বিষয়টা মানা হয়নি। তৃতীয় আম্পায়ার আউট করেছেন তাঁকে। আর এ ব্যাপারটাই মানতে পারছেন না কোহলি। ম্যাচের সময়েও উত্তেজিত হয়ে গিয়েছিলেন, ম্যাচের শেষে পুরস্কার বিতরণীতেও নিজের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন কোহলি, ‘আমি জীবনেও এমন ঘটনা ঘটতে দেখিনি। মাঠের বাইরে বসে কেউ কেন খেলা নিয়ন্ত্রণ করবেন? মাঠের মধ্যে ঘটনা ঘটেছে, মাঠে খেলোয়াড়েরা আবেদন করেছেন, মাঠের আম্পায়ার আউট দেননি। ব্যস, ঘটনা শেষ। বাইরে বসে টিভি দেখে কেউ কেন খেলোয়াড়দের প্রভাবিত করবেন আবেদন করার জন্য? আমি ক্রিকেটে কখনো এমনটা হতে দেখিনি।’

সে আউটটা না হলে আরও কিছু রান যোগ হতো স্কোরবোর্ডে, এটা পোড়াচ্ছে কোহলিকে, ‘জাদেজাকে আউট না দেওয়া হলে আরও ১৫-২০ রান করতে পারতাম হয়তো। মাঠের বাইরে কেউ খেলা নিয়ন্ত্রণ করতে পারেন না। বাইরের আম্পায়াররা থাকবেন মাঠের আম্পায়ারকে সহযোগিতা করার জন্য, নতুন সিদ্ধান্ত দেওয়ার জন্য নয়। এটা কোনোভাবেই সমর্থন দেওয়া যায় না।’