রোনালদোর অভাব সহজে পূরণ হবার নয়, মেসির মত

প্রতিদ্বন্দ্বীর অভাব টের পাচ্ছেন মেসি? ছবি : এএফপি
প্রতিদ্বন্দ্বীর অভাব টের পাচ্ছেন মেসি? ছবি : এএফপি

এই মৌসুমেই রিয়ালের আক্রমণভাগের ধার বাড়াতে চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ডকে আনা হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে চলে যাওয়ার পর এই হ্যাজার্ডকেই ভাবা হচ্ছে রোনালদোর উত্তরসূরি। কিন্তু রোনালদোর অভাব কী আদৌ পূরণ করা সম্ভব কাউকে দিয়ে? লিওনেল মেসি অন্তত সেটা মনে করেন না।

চেলসিকে গত কয়েক বছর একাই টেনেছেন হ্যাজার্ড। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড় ভাবা হতো তাঁকে। যেকোনো রক্ষণভাগকে ভেঙেচুরে খান খান করে দেওয়ার মন্ত্রটা ভালোই জানা আছে এই বেলজিয়ান তারকার। মেসি নিজেও সেটা বেশ ভালো জানেন। হ্যাজার্ডকে তাই প্রশংসার বন্যায় ভাসিয়েছেন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা, ‘হ্যাজার্ড অনেক ভালো ও মানসম্পন্ন একজন খেলোয়াড়। ও অন্যরকম অসাধারণ একজন খেলোয়াড় যে কী না যেকোনো রক্ষণভাগকে তটস্থ রাখতে পারে।’

কিন্তু হ্যাজার্ড যতই ভালো হন না কেন, রোনালদোর বিকল্প হিসেবে তিনি কতটুকু কার্যকরী হতে পারবেন? খেলোয়াড় হিসেবে রোনালদো আর হ্যাজার্ড যে এক রকম নন! হ্যাজার্ড পুরোদস্তুর একজন উইঙ্গার। গোল করতে পারেন ঠিকই, তবে গোল করানো আর খেলা বানিয়ে দেওয়ার দিকেই তাঁর যেন একটু বেশি নজর। রোনালদো আবার গত কয়েক বছরে নিজেকে অসাধারণ উইঙ্গার থেকে চতুর গোলশিকারিতে পরিণত করেছেন। রোনালদোর মতো গোল স্কোরিংয়ে হ্যাজার্ড বেশ পিছিয়ে আবার। মেসি নিজেও সেটা জানেন। সে পার্থক্যের কথাই সবাইকে মনে করিয়ে দিলেন যেন, ‘কিন্তু আমার মনে হয় খেলোয়াড় হিসেবে হ্যাজার্ড আর ক্রিস্টিয়ানো ভিন্ন প্রকৃতির। ওর খেলোয়াড়ি বৈশিষ্ট্য ক্রিস্টিয়ানোর চেয়ে আলাদা। রোনালদোর অভাব পূরণ করা সহজ নয়। তবে হ্যাজার্ডও অসাধারণ একজন খেলোয়াড়।’

আজ রাত একটায় মেসির বার্সেলোনা খেলতে নামবে হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চোটের কারণে হ্যাজার্ড অবশ্য ম্যাচটা খেলছেন না।