পিএসজি ছাড়ার কথা ভাবতেই পারছেন না নেইমার

পিএসজিকেই মন-প্রাণ সঁপে দিয়েছেন নেইমার। ছবি : এএফপি
পিএসজিকেই মন-প্রাণ সঁপে দিয়েছেন নেইমার। ছবি : এএফপি
>কয়েক দিন আগেও বার্সেলোনায় ফেরার জন্য সবকিছু করতে রাজি ছিলেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার মন বদলে গেল নেইমারের।

গেল গ্রীষ্মের কথা।

গোটা দলবদলের সময় জুড়ে আলোচনার মূল বিষয় হয়ে ছিল নেইমার কি পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরতে পারবেন কী না। নেইমার নিজেও পারলে পকেটের টাকা দিয়ে প্যারিস ছেড়ে মেসিদের কাছে উড়ে আসতে চেয়েছিলেন। মেসিরাও নাকি নেইমারকে ফিরে পাওয়ার জন্য বার্সেলোনার বোর্ডের কাছে আবদার করেছিলেন, কয়েক মাস বেতন না নিয়ে থাকতে চেয়েছিলেন যাতে ক্লাব নেইমারকে সেই টাকায় নিয়ে আসতে পারে। কিন্তু সেটা হয়নি। কোনোভাবেই পিএসজির মন গলাতে পারেনি বার্সেলোনা। পিএসজিতেই থেকে যেতে হয়েছে ব্রাজিলীয় তারকাকে। এই জানুয়ারিতে আবারও দলবদলের সময় আসছে। যথারীতি নেইমারকে ঘিরে শুরু হয়েছে গুঞ্জন। কিন্তু এবারের কাহিনি ভিন্ন। ফ্রান্স ফুটবল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, পিএসজি-ই এখন তাঁর সব।

তাঁকে ঘিরে আবারও কেন দলবদলের গুঞ্জন উঠছে, সেটাই বুঝতে পারছেন না ব্রাজিলের সবচেয়ে বড় এই তারকা, ‘আমি কেন পিএসজি ছাড়তে চাইব? আমি এখন প্যারিসের খেলোয়াড়। পিএসজির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। দরকার হলে মাঠে পিএসজির জন্য সবকিছু দিয়ে দেব আমি। পিএসজির হয়ে জেতার জন্য আমি এতটাই উদ্‌গ্রীব। আমি কখনো কারওর মনে কষ্ট দিতে চাইনি। আমি মনে করি, আপনি যদি কোথাও সুখী না হন, আপনার সেখান থেকে চলে যাওয়াই উচিত।'

পিএসজির হয়ে সম্ভাব্য সবকিছু জয়ের ব্যাপারে বদ্ধপরিকর নেইমার, ‘আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। তবে সবচেয়ে বেশি যেটা জিততে চাই, সেটা হলো বিশ্বকাপ। ব্রাজিলের হয়ে।’

দলগত সাফল্যের জন্য উৎকণ্ঠিত হয়ে থাকলেও ব্যক্তিগত সাফল্যের কথা অত ভাবেন না বলে জানিয়েছেন এই তারকা, ‘ব্যালন ডি’অর জিততে কে না ভালোবাসে? আমারও ভালো লাগবে, যদি আমিও একটা জিতি। তবে এটা কবে জিতব, এটা নিয়ে আমি চিন্তা করতে চাই না। ব্যালন ডি’অর পেলে পাব, না পেলে নাই!’

দেখা যাক, পিএসজির প্রতি নেইমারের এই ভালোবাসা কতদিন টেকে!