'দুটি ন্যায্য পেনাল্টি পাইনি', দাবি রিয়ালের

ভারানকেই দুবার পেনাল্টি বঞ্চিত করা হয়েছে বলে রিয়ালের দাবি। ছবি : এএফপি
ভারানকেই দুবার পেনাল্টি বঞ্চিত করা হয়েছে বলে রিয়ালের দাবি। ছবি : এএফপি

গতকাল লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে। রিয়াল-বার্সা কেউই কাউকে হারাতে পারেনি। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই ক্লাবকে। কিন্তু অপেক্ষাকৃত বাজে ফুটবল খেলা বার্সেলোনা ড্র নিয়ে সন্তুষ্ট থাকলেও, রিয়াল যে একদমই সন্তুষ্ট নয়, সেটা জানিয়ে দিয়েছে তারা। ম্যাচে দুটি ন্যায্য পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে তাদের, জানিয়েছে ক্লাবটি।

রিয়াল তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘ক্যাম্প ন্যু তে অনুষ্ঠিত হওয়া এল ক্লাসিকোতে দুটি বিতর্কিত মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে রাফায়েল ভারানের নাম। প্রথমার্ধেই দুটি ন্যায্য পেনাল্টি পেতে পারত সে, কিন্তু রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ পেনাল্টিগুলো রিয়ালকে দেওয়ার প্রয়োজন বোধ করেননি।’

কোন দুটি পেনাল্টি? রিয়াল সেটাও খোলাসা করেছে, ‘ম্যাচের সতেরো মিনিটে রিয়াল যখন কর্নার পায়, ভারানের ঊরুর মাংসপেশি পা দিয়ে মাড়িয়ে দেন বার্সেলোনার ক্লেমেন্ত লংলে। মূল রেফারি বা ভিএআরের রেফারি, কারওর কাছেই মনে হয়নি এটা পেনাল্টি। দুই মিনিট পরে, আরেকটা কর্নারের সময় ডি-বক্সের মধ্যে বার্সেলোনার ইভান রাকিতিচ ভারানের জার্সি টেনে ধরেছিলেন। ফলে ভারান পড়ে যায়। কিন্তু এখানেও পেনাল্টি বঞ্চিত করা হয়েছে আমাদের। মূল বা ভিএআর, কোনো রেফারির কাছেই মনে হয়নি এটা পেনাল্টি হতে পারে যে।’

>

গত রাতে বার্সেলোনার মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে এসেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে ডি-বক্সের মধ্যে দুইবার অন্যায়ভাবে বাধাপ্রাপ্ত হয়েছিলেন রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান। ওই দুবারই ন্যায্য পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে রিয়ালকে, দাবি ক্লাবটার। নিজেদের ওয়েবসাইটে এই ‘অন্যায়’ এর প্রতিবাদ জানিয়েছে তারা

এদিকে রিয়ালের অধিনায়ক সার্জিও রামোসের কাছেও মনে হয়েছে, দুটি পেনাল্টি প্রাপ্য ছিল তাদের, ‘প্রথমার্ধের পর বিরতিতে আমরা ভিডিও দেখে নিশ্চিত হই, আমাদের দুবার পেনাল্টি বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমাদের এখন আর কিছুই করার নেই। কপাল খারাপ আমাদের। হয়তো ভিএআরের এমন সহযোগিতা আমরাও পাব, অন্য কোনো ম্যাচের সময়!’

তবে দলের খেলায় সন্তুষ্ট রামোস, ‘আমরা ওদের পা থেকে বল কেড়ে নিতে চেয়েছি বারবার। ওদের জন্য ম্যাচটা কঠিন বানিয়েছি। আমরা খেলা নিয়ন্ত্রণ করেছি বেশ ভালোভাবে। গোল করার সুযোগও বেশি পেয়েছি আমরা। ওদের কাছ থেকে বল কেড়ে নেওয়া সহজ কিছু না, তাও আমরা ওদেরকে চাপে রেখে বল নেওয়ার চেষ্টা করেছি, এবং সফলও হয়েছি।’