জাতীয় দল নিয়ে এখন ধারণা নেই মাশরাফির

জাতীয় ক্রিকেট দল নিয়ে এ মুহূর্তে কোনো ধারণাই নেই মাশরাফির। ছবি: প্রথম আলো
জাতীয় ক্রিকেট দল নিয়ে এ মুহূর্তে কোনো ধারণাই নেই মাশরাফির। ছবি: প্রথম আলো
>বিশ্বকাপের পর আর জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি মাশরাফি বিন মুর্তজার। বিপিএলে খেলছেন ঢাকা প্লাটুনের হয়ে। গতকাল চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলের প্রসঙ্গ উঠলে দেশের ওয়ানডে অধিনায়ক জানিয়ে দেন, এ মুহূর্তে জাতীয় দল নিয়ে কোনো ধারণাই নেই তাঁর।

বিশ্বকাপের পর থেকেই মোটামুটি ক্রিকেটের বাইরেই ছিলেন মাশরাফি বিন মুতর্জা। শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও চোটের কারণে পারেননি। ক্রিকেটে ফিরেছেন বিপিএল দিয়ে। কাল চট্টগ্রামে ঢাকা প্লাটুন-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মাশরাফি। সেখানে জাতীয় দলের প্রসঙ্গ উঠতেই ঢাকা অধিনায়কের জবাব, ‘দেখেন জাতীয় দলে এখন কী হচ্ছে তা নিয়ে আমার কোনো ধারণা নেই।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিপিএলে ঢাকারও নেতৃত্ব দিচ্ছেন। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের সঙ্গে হাই-ভোল্টেজ ম্যাচে ১৬ রানে হেরেছে ঢাকা। মাশরাফির মতো সিনিয়র ক্রিকেটার সংবাদ সম্মেলনে এলে ম্যাচের বাইরের প্রসঙ্গও উঠে আসে। আর তাই উঠেছিল জাতীয় দলের পেস বোলিং কোচের চলে যাওয়ার প্রসঙ্গও। চার্ল ল্যাঙ্গেভেল্ট বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে থাকছেন না। এ নিয়ে মাশরাফিকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশি না বিদেশি কেমন পেস বোলিং কোচ চাই জাতীয় দলে? মাশরাফির জবাব, ‘দেখেন, জাতীয় দল সমন্ধে আমার কোনো ধারণা নেই। মানে জাতীয় দলে এখন কী হচ্ছে তা আমি জানি না। তাই এ নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। আর আমি তো তাঁর (ল্যাঙ্গেভেল্ট) সঙ্গে কাজও করিনি।’

ল্যাঙ্গেভেল্ট বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন গত জুলাইয়ে। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি ছিল দুই বছরের। কিন্তু চুক্তির ছয় মাস না হতেই দক্ষিণ আফ্রিকা বোর্ড ও বিসিবির পারস্পরিক সমঝোতার ভিত্তিতে থাকছেন না ল্যাঙ্গেভেল্ট। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাবেক এ প্রোটিয়াকে চায় দক্ষিণ আফ্রিকা বোর্ড। তাদের অনুরোধের ভিত্তিতেই ল্যাঙ্গেভেল্টকে ছাড়ছে বিসিবি।