মাকে দেওয়া কথা রেখেছেন রোমান সানা

মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বিউটি পারভীনের শরীরে নানা সমস্যা। টিউমার অস্ত্রোপচার করেছেন। কিডনিতে পানি জমে গিয়েছিল। সেই সমস্যাটা এখন কমেছে। ৮ বছর ধরে ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয়। কিন্তু পায়ের সমস্যাটা বড় বেশি ভোগাচ্ছে। পায়ের তালু জ্বালাপোড়া করে। কিন্তু টাকার সমস্যা। বাংলাদেশের সেরা আর্চারের মা প্রথম আলোকে বলেছিলেন, ‘ভালো চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমাদের পক্ষে কতটা কী করা সম্ভব।’ অবশ্য ছেলে রোমান সানা বাসায় গেলেই বলতেন, ’ চিন্তা করো না মা। তোমার চিকিৎসার ভার আমার। টাকার একটা ব্যবস্থা হবেই।’

সেই টাকার আপাত একটা ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সেরা আর্চার রোমান সানার মায়ের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন গতকাল। খুলনা থেকে টেলিফোনে আজ রোমান সানার বাবা প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুদান পেয়ে আমরা খুশি। এখন আমরা ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ভারতের রাজনৈতিক অস্থিরতা কমলেই যাব।’ছেলের সাফল্যই বিউটি পারভীনের চিকিৎসা নিয়ে চিন্তা কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। গত সেপ্টেম্বরে ফিলিপাইনে এশিয়ান র‌্যাঙ্কিং আর্চারিতে রোমান সোনা জিতে দেশে ফেরার পর তাঁকে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন রোমানকে মিষ্টি মুখ করান এবং রোমান সানার মায়ের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।

গতকাল নিজ কার্যালয়ে রোমানের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য আমরা শেখ হাসিনার মতো এমন একজন ক্রীড়া-বান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। যিনি সব সময় আমাদের ক্রীড়াবিদদের পাশে থেকে উৎসাহ দিয়ে থাকেন। কোনো খেলোয়াড় বা তাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। রোমান সানার অসুস্থ মায়ের জন্য এই পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। সাফল্য অর্জনকারী সকল ক্রীড়াবিদকেই মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত করছেন। যা ক্রীড়াবিদদের ভালো খেলতে উৎসাহিত করছে।’

চেক পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি নিজের ভালোবাসার কথা বলেন রোমান , ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এই অনুদান আমাকে আরও ভালো ফলাফল অর্জন করতে উৎসাহিত করবে।’সেই ভালো ফলাফলের দেখা এরই মধ্যে পেয়েছেন রোমান। রোমান আগামী বছর টোকিও অলিম্পিকে সরাসরি যোগ্যতা অর্জন করেছেন । কদিন আগে দক্ষিণ এশিয়ান গেমসেও একক ও দলীয় দুই ইভেন্টেই সোনা জিতেছেন।