আইপিএলে মুশফিকের পর মোস্তাফিজও দল পেলেন না

আইপিএলে মুশফিকের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। প্রথম আলো ফাইল ছবি
আইপিএলে মুশফিকের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। প্রথম আলো ফাইল ছবি

উইকেটরক্ষক শ্রেণিতে মুশফিকুর রহিমের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ লাখ রুপি। সে ভিত্তিমূল্য দিয়েও তাঁকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাল না আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। ১ কোটি রুপির ভিত্তিমূল্যের মোস্তাফিজুর রহমানও দল পাননি এবার।

শুধু মুশফিকই নন, বিদেশি উইকেটরক্ষকের মধ্যে এক অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ছাড়া কেউই দল পাননি। মুশফিকের মতো অবিক্রীত থেকেছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ভারতের নমন ওঝা, দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। ২.৪ কোটি রুপির বিনিময়ে ক্যারিকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্তের পর দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে থাকবেন তিনি।

অথচ কিছুদিন আগেই জানা গিয়েছিল, এবার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিককে নিয়েই যা একটু আগ্রহ ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর। সবশেষ ভারত সফরেই দেখা গিয়েছিল মুশফিককে নিয়ে ভীষণ আগ্রহী ভারতীয়রা। কিন্তু এর আগে বিসিবি জানিয়েছিল, মুশফিক এবার একেবারেই আগ্রহী ছিলেন না আইপিএলের নিলামে নিবন্ধন করতে। প্রতিবার নাম দেন কিন্তু কোনো দল পান না, তাই এবার তেমন আগ্রহ বোধ করেননি। শেষমেশ এবারও সেটাই হলো।