টেপ টেনিসে খেলে প্রস্তুত হচ্ছেন মুমিনুল

ঢাকা প্লাটুনের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন নিজেই একটু দৌড়ে এসে বল ছুড়েছেন ব্যাটসম্যানদের। তামিম ইকবাল নেই। ঢাকা প্লাটুনের দুই ওপেনার মুমিনল হক ও এনামুল হকের দায়িত্ব তাই বেড়ে গেছে। এম এ আজিজ স্টেডিয়ামে ঢাকার নেট সেশনে তাই দুই ওপেনারকে নিয়ে বেশ মনোযোগী ছিলেন প্রধান কোচ। কোচের বাড়তি চেষ্টা কড়া নজরে দেখতে গিয়ে চমকে যেতে হলো। চমক কোচের হাতে থাকা বলে। ক্রিকেট নয়, কোচের হাতে টেনিস বল, তার প্রায় অর্ধেক অংশ আবার টেপ দিয়ে প্যাঁচানো!

>

ঢাকা প্লাটুনের নেট সেশনে আজ অর্ধেক টেপ টেনিসে ব্যাট করলেন মুমিনুল হক

কোচ সালাউদ্দিনের সঙ্গে নেটে বল করেছেন আরও তিন পেসার। মুমিনুল নেটে থাকতে হাসান মাহমুদ বল করার পর থ্রো-ডাউন করছিলেন সালাউদ্দিন। একটু দৌড়ে এসে অর্ধেক প্যাঁচানো টেপের বলটা জোরের ওপর করা স্পিনারদের গতিতে ছুড়ছিলেন ঢাকা কোচ। দেখা গেল বলটা বাতাসেই সুইং করে কখনো ভেতরে ঢুকছে, আবার কখনো বেরিয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ বল করলেন দেশের ঘরোয়া ক্রিকেটের খ্যাতনামা এ কোচ।

টি-টোয়েন্টির বাড়তি দায়িত্ব সামলাতে সব ধরনের চেষ্টাই করছেন মুমিনুল। প্রথম আলো ফাইল ছবি
টি-টোয়েন্টির বাড়তি দায়িত্ব সামলাতে সব ধরনের চেষ্টাই করছেন মুমিনুল। প্রথম আলো ফাইল ছবি

ক্রিকেট বলের নেট সেশনের মধ্যে ‘অর্ধেক টেপ টেনিস’ ঢোকানোর হেতু কী? ব্যাটসম্যানদের সুইংয়ে অভ্যস্ত করতে কি না, তার জবাবে ঢাকা কোচ বললেন, ‘অনেকটা তেমনই। মুজিব উর রহমানকে ঠেকাতে কত কিছু করতে হয়!’

চট্টগ্রামে সোমবার কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে ঢাকা। এ ম্যাচে ঢাকার ব্যাটসম্যানদের মাথা ব্যথার কারণ হতে পারেন কুমিল্লার আফগান ‌‘রহস্য’ স্পিনার মুজিব উর রহমান। নতুন বলেই বল ভেতরে ও বাইরে নিতে পারেন। এমনিতে ডান হাতি অফ স্পিনার হলেও মারতে পারেন উল্টোটাও। তাঁকে ঠেকাতেই ওপেনারদের নিয়ে প্রস্তুতি সারছিলেন ঢাকা কোচ। সে কারণেই মুমিনুলদের এমন অভিনব কৌশলের অনুশীলন।