বিশ্বকাপে যাচ্ছেন যেসব যুবা ক্রিকেটাররা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে জায়গা পেলেন কারা? ফাইল ছবি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে জায়গা পেলেন কারা? ফাইল ছবি
>অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামী বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে যুবাদের বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকায় আগামী বছরের ১৭ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুবাদের এ টুর্নামেন্ট সামনে রেখে আজ ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়াও স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও ৬ ক্রিকেটারকে।

বিসিবির পাঠানো সূচি অনুযায়ী আগামী ৩ জানুয়ারি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। পরের দিন দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা তাদের। বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা। এর মধ্যে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যুবাদের মুখোমুখি হবে অনূর্ধ্ব-১৯ দল। ১৮ জানুয়ারি পচেফস্ট্রুমে জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আকবর আলীর দল। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড:
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজীদ হাসান, পারভেজ হোসেন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান, শাহাদত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজীম হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহীন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই ক্রিকেটার: অমিত হাসান, মেহরাব হাসান, আশরাফুল ইসলাম, মিনহাজুর রহমান, রুবেল মিয়া, আসাদুর রহমান।