সৌম্য এখন 'দুটো' নিয়েই কাজ করছেন

বিপিএলে এখনো ‘ব্যাটসম্যান’ সৌম্যের দেখা মেলেনি। ছবি: প্রথম আলো
বিপিএলে এখনো ‘ব্যাটসম্যান’ সৌম্যের দেখা মেলেনি। ছবি: প্রথম আলো
>সৌম্য সরকার এখন ব্যাটিং-বোলিং নিয়ে দুটো নিয়েই কাজ করছেন। বিপিএলে এবার অবশ্য বোলার সৌম্যকেই বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে

বিপিএলে এবার কোন সৌম্য সরকারকে দেখা যাচ্ছে? পরিসংখ্যান বলছে বোলার সৌম্যকে। অথচ আজ কুমিল্লা ওয়ারিয়র্সের অনুশীলনে ব্যাটিং নিয়েই কাজ করতে দেখা গেল জাতীয় দলের এ ওপেনারকে। ব্যাটিংয়ের সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা থেকেই হয়তো নেটে সময় দিয়েছেন বেশি। সতীর্থ মুজিব-উর রহমানকে উড়িয়ে মেরেছেন বেশ কয়েকবার। সৌম্যকে তখন দেখে মনে হয়েছে সন্তুষ্ট।

ভুল! নেট থেকে বেরিয়েও ব্যাট রাখেননি সৌম্য। মাঠের এক প্রান্তে থ্রো-ডাউন খেললেন কিছুক্ষণ। বুকে উঠে আসা বল নিচে খেলা নিয়েও কাজ করলেন কিছুক্ষণ। এক ফাঁকে আলাপ চলল জাতীয় দল সতীর্থ তামিম ইকবালের সঙ্গেও। আলাপ শেষে আবার ব্যাটিং অনুশীলন। বিপিএলে এবার ব্যাটিংটা যে তেমন ভালো হচ্ছে না সৌম্যর। ভালো শুরু পাচ্ছেন কিন্তু দাঁড়াতে পারছেন না। ২৬, ৩৫, ৪১, ১৫—স্কোরগুলো তারই প্রমাণ।

ব্যাটিংয়ে হয়তো ভালো করছেন না কিন্তু বয়সভিত্তিক ক্রিকেটে বল করা সৌম্যর এ শক্তিটা থেকে ভালোই সুবিধা পাচ্ছে কুমিল্লা। জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য এবার বিপিএলে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৪ ম্যাচে ১১ ওভার বল করে তাঁর শিকার ৭ উইকেট। গড় ১৫.৮৫, প্রতি ৯.৪ বলে পাচ্ছেন একটি করে উইকেট।

অনুশীলন শেষে সৌম্যকে তাই জিজ্ঞেস করা হয়েছিল, এখন আপনি বোলার না ব্যাটসম্যান? কুমিল্লা টপ অর্ডার ব্যাটসম্যানের জবাব, ‘না, এখন তো দুটোই করছি, যখন যেটাতে থাকছি চেষ্টা করছি শতভাগ দেওয়ার। ব্যাটিংয়ে হলে ব্যাটিং, বোলিং হলে বোলিং।’

বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত ডান হাতে মিডিয়াম পেস করেছেন সৌম্য। ২০১৪ সালে জাতীয় দলে অভিষিক্ত হন বাঁহাতি এ ব্যাটসম্যান। শুরুতে জাতীয় দলে বোলার সৌম্যকে দেখা যায়নি। জাতীয় দলে পরিণত হওয়ার পরও বল করেছেন মাঝে-মধ্যে। এ নিয়ে প্রশ্ন করলে ব্যাটিংটাই মূল বলে জানালেন তিনি, ‘শুরুতে যখন ঢুকেছি তখন তিনটা করে পেসার খেলতো, সেভাবে সুযোগও পাইনি। সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে পারিনি বলে পরের ম্যাচগুলোতে সুযোগ হয়নি। এখন চেষ্টা করছি, ওটার (বোলিং) দিকে মনযোগও বাড়িয়েছি সত্য। ব্যাটিংটাই আমার মূল, তবে চাইছি দু-দিকেই মনোযোগ দিতে।’

বোলিংয়ের সময় ব্যাটসম্যান হিসেবে ভাবার চেষ্টা করেন সৌম্য। নিজে ব্যাটসম্যান বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মানসিকতা পড়তে তাঁর সুবিধা হওয়ার কথা। সৌম্য জানালেন বোলার সৌম্য ঠিক এভাবেই ভাবে, ‘আমি চিন্তা করি যদি ব্যাটিং করতাম তখন কী করতাম—সেটা ভেবেই বল করি। লাইন লেংথটা বজায় রাখার চেষ্টা করছি।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে বোলার সৌম্য ২ উইকেট পেলেও রান আটকাতে পারেননি। ৪৪ রান দিয়েছিলেন ৩ ওভারে। কাল ঢাকা প্লাটুনের বিপক্ষে নিশ্চয়ই লাইন-লেংথ বজায় রাখতে চেষ্টা করবেন? তবে কুমিল্লা সম্ভবত ব্যাটসম্যান সৌম্যকেই বেশি করে পেতে চাইবে। কারণ সৌম্যর ঝোড়ো ব্যাটিং যেকোনো দলের জন্যই মাথাব্যথার কারণ।