২২ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন রোহিত

এ বছর অবিশ্বাস্য ফর্মে ছিলেন রোহিত। ছবি: এএফপি
এ বছর অবিশ্বাস্য ফর্মে ছিলেন রোহিত। ছবি: এএফপি

এ বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা নিয়ে একটা ইঁদুর-বিড়াল খেলা চলছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলেন রোহিতই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কটকে পরশু কোহলির (৮৫) চেয়ে কম রান করলেও ১৪৯০ রান নিয়ে সবার ওপরে থেকে বছর শেষ করলেন রোহিত। পরশু রোহিত করেছেন ৬৩ রান। তাঁর এ ইনিংসটি ভেঙে দিয়েছে সনাৎ জয়াসুরিয়ার ২২ বছর পুরোনো একটা রেকর্ডও।

১৯৯৭ সালে সব সংস্করণ মিলিয়ে কিংবদন্তি শ্রীলঙ্কান ওপেনার করেছিলেন ২৩৮৭ রান। তখনো অবশ্য টি-টোয়েন্টি আন্তর্জাতিক মর্যাদা পায়নি। এক পঞ্চিকাবর্ষে কোনো ওপেনারের এটাই ছিল সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান করার রেকর্ড। পরশু যা ভেঙে নতুন রেকর্ড গড়লেন রোহিত। এ বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ওপেনার হিসেবে রোহিতের আন্তর্জাতিক রান—২৪৪২।

রান

ব্যাটসম্যান

সেঞ্চুরি

বছর

২৪৪২

রোহিত শর্মা

১০

২০১৯

২৩৮৭

সনাৎ জয়াসুরিয়া

১৯৯৭

২৩৫৫

বীরেন্দর শেবাগ

২০০৮

২৩৪৯

ম্যাথু হেইডেন

২০০৩

২২৯৬

সাঈদ আনোয়ার

১৯৯৬