প্রথমবারের মতো যে উপলক্ষে দ. আফ্রিকা যেতে চান নাজমুল

অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনালে উঠলে দক্ষিণ আফ্রিকা যাবেন বিসিবি সভাপতি। ছবি: শামসুল হক
অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনালে উঠলে দক্ষিণ আফ্রিকা যাবেন বিসিবি সভাপতি। ছবি: শামসুল হক

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করা হয়নি বিসিবি প্রধান নাজমুল হাসানের। এবার খেলা দেখতে যেতে চান দক্ষিণ আফ্রিকায়। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে উঠলেই দক্ষিণ আফ্রিকা ঘুরে আসবেন তিনি।

এবারের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি নিয়ে প্রত্যাশা একটু বেশিই। সাম্প্রতিক ফর্মের বিচারে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, এমন প্রত্যাশা নাজমুল হাসানের। আজ দুপরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব শেষে ছবি তোলা ও মধ্যাহ্নভোজ করেছেন বোর্ডপ্রধানসহ অন্য পরিচালকেরা। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ওদের বলেছি আজ পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকা যাইনি। এমনকি জাতীয় দলের জন্যও না। কিন্তু ওরা সেমিফাইনালে উঠলে যাব।’

আকবর আলীর অনূর্ধ্ব-১৯ দল গত আগস্টে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছে। এরপরেই শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের ফাইনাল খেলে। দুবারই ভারতের কাছে অল্পের জন্য হারে বাংলাদেশ। নিউজিল্যান্ডে যুব ওয়ানডে সিরিজেও ৪-১ ব্যবধানে জিতেছে। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কাকে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ও যুব ওয়ানডেতে হেসেখেলে হারিয়েছে।

সাম্প্রতিক ফর্ম খুবই ভালো হলেও বিশ্বকাপের আগে অনূর্ধ্ব-১৯ দলের যুবাদের মাটিতে পা রাখার কথা মনে করিয়ে দেন বোর্ডপ্রধান, ‘ওদের এটাই বলেছি, আগে কী হয়েছে সেটা মানুষ মনে রাখে না। এখন কী হচ্ছে সেটাই বড় কথা। তারা কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ ভালো ক্রিকেট খেলছে। তারা অনেক ভালো ফলও পেয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।’

তবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ভালো করার ব্যাপারে আশাবাদী নাজমুল হাসান, ‘আমার দৃঢ় বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাতেও ওরা ভালো করবে। ওদের এই ক্ষমতা আছে। কয়েকটা ছেলে তো অসাধারণ খেলা খেলছে এবং অনেক বেশি প্রতিভার অধিকারী।’