অ্যান্ডারসনের টেস্টে ইংলিশ আধিপত্য

জেমস অ্যান্ডারসন। ছবি: এএফপি
জেমস অ্যান্ডারসন। ছবি: এএফপি

ইতিহাসের প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে ১৫০তম টেস্ট খেলতে নামার অপেক্ষায় ছিলেন জেমস অ্যান্ডারসন। আজ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কের ইংলিশ পেসারের অপেক্ষাটা কয়েক মিনিট বাড়িয়ে দিলেন বার্তা সংস্থা এএফপির ফটো সাংবাদিক ক্রিস্টিয়ান কোয়েটজে। ম্যাচ শুরুর ঠিক আগে সাইট স্ক্রিনের পাশে ছবি তুলতে গিয়ে সীমানা দড়ির ওপর পা পিছলে পড়ে গুরুতর আহত হলেন সেই আলোকচিত্রী। ফল, ম্যাচ শুরু হতে দেরি হলে বেশ কিছু সময়।

ম্যাচ শুরু হতেই অবশ্য উইকেট নিতে একদমই সময় নিলেন না জেমস অ্যান্ডারসন। ম্যাচের প্রথম বলেই দক্ষিণ আফ্রিকান ওপেনার ডিন এলগারকে উইকেটকিপার জস বাটলারের ক্যাচ বানালেন অ্যান্ডারসন। প্রথম দিনে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের এই একটিই উইকেট। প্রথম বলে উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৯ উইকেটে ২৭৭ রান। দিনের খেলা অবশ্য আলোকস্বল্পতায় শেষ হয়েছে ৭ ওভার আগেই। ছয়ে নেমে উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ৮৫ রান না করলে প্রোটিয়াদের ভুগতে হতো আরও।

দিনের প্রথম বলেই উইকেট পেয়েছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। ছবি: রয়টার্স
দিনের প্রথম বলেই উইকেট পেয়েছেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। ছবি: রয়টার্স

১১১ রানের প্রথম ৫ উইকেট হারানোর পর অভিষিক্ত ডোয়াইন প্রিটোরিয়াসকে নিয়ে ৮৭ রান যোগ করেন ডি কক। স্যাম কারেনের বলে ডি ককও ক্যাচ দিয়েছেন উইকেটকিপার বাটলারকে। ডি কককে আউট করে ইনিংসের ৪র্থ উইকেট পেয়েছেন দিনের সবচেয়ে সফল বোলার কারেন।

কম যাননি আরেক পেসার স্টুয়ার্ট ব্রডও। ৩ উইকেট নেওয়ার পথে বিদায়ী দশকে দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ব্রড। এই দশকে টেস্ট সবচেয়ে বেশি ৪২৮ উইকেট পেয়েছেন ব্রডের সতীর্থ জেমস অ্যান্ডারসন।