বাংলাদেশকে মাথায় রেখে এই লেগিকে ডাকল অস্ট্রেলিয়া

লেগ স্পিনার মিচেল সোয়েপসন। ছবি: টুইটার
লেগ স্পিনার মিচেল সোয়েপসন। ছবি: টুইটার
>আগামী বছর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। এ সফর সামনে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টে লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচি অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। ফেব্রুয়ারির বদলে ২০২০ সালের জুন মাসে দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার খবর এর আগে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। এবার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ সফরের কথা মাথায় রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের দলে লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে ডেকেছে অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট।

মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলছে অস্ট্রেলিয়ার। এর মধ্যেই তৃতীয় টেস্টের জন্য ঘোষিত দলে নাথান লায়নের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে সোয়েপসনের। তৃতীয় টেস্টে ভেন্যু সিডনি এমনিতেই স্পিনবান্ধব। তবে ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে ২৬ বছর বয়সী কুইন্সল্যান্ডের লেগি সোয়েপসন সিডনি টেস্টে খেলার সুযোগ না পেলেও ভাবনার কারণ নেই। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এ স্পিনারকে দলে রেখেই বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত করতে চায় অস্ট্রেলিয়া। সোয়েপসন অস্ট্রেলিয়া দলের হয়ে এ পর্যন্ত একটি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৭ সালে ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছিলেন সোয়েপসন। শেফিল্ড শিল্ডে এ বছর কুইন্সল্যান্ডের হয়ে ২৬.৫৮ গড়ে ১২ উইকেট পেয়েছেন তিনি।

দুই বছর আগে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। তখন স্টিভ ও’কিফ, অ্যাশটন অ্যাগার ও লায়নকে নিয়ে ত্রিমুখী স্পিন আক্রমণ গড়েছিল অস্ট্রেলিয়া। চট্টগ্রাম টেস্টে একসঙ্গে এ তিন স্পিনার খেলিয়েছে সফরকারী দল। বাংলাদেশের স্পিনবান্ধব উইকেটের কথা ভেবেই সোয়েপসনকে এখনই দলে টেনে তাঁকে প্রস্তুত করছে অস্ট্রেলিয়া, এমনটাই মনে করছেন দেশটির সংবাদমাধ্যম।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১১০ উইকেট নেওয়া সোয়েপসন ইনিংসে ৫ উইকেট পেয়েছেন একবার। সাতবার পেয়েছেন ইনিংসে চার উইকেটের দেখা। লেগ স্পিনে বিদ্যাটা আরও বাড়াতে শেন ওয়ার্নের সঙ্গেও কাজ করেছেন তিনি। ওয়ার্ন মনে করেন, কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন সোয়েপসন।