লিটন-আফিফকে মনে ধরেছে শোয়েবের

আফিফ-লিটন জুটি নিয়ে অনেক উচ্ছ্বাস শোয়েব মালিকের। প্রথম আলো ফাইল ছবি
আফিফ-লিটন জুটি নিয়ে অনেক উচ্ছ্বাস শোয়েব মালিকের। প্রথম আলো ফাইল ছবি
>লিটন-আফিফের সঙ্গে রাজশাহী রয়্যালসে খেলছেন শোয়েব মালিক। খুব কাছ থেকে দেখছেন বাংলাদেশের দুই তরুণ ব্যাটসম্যানের ব্যাটিং দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার

লিটন দাস-আফিফ হোসেনের ব্যাটিং প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এ দুই তরুণ স্টাইলিশ ব্যাটসম্যান যেদিন উইকেট থিতু হয়ে যান, মুগ্ধ চোখে দেখতে হয় তাঁদের স্ট্রোকের ছটা! রাজশাহীর হয়ে এবার বিপিএলেও দ্যুতি ছড়াচ্ছেন লিটন-আফিফ।

বঙ্গবন্ধু বিপিএলে লিটন-আফিফের দল রাজশাহীতে খেলছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। খুব কাছ থেকেই দেখছেন দুই তরুণের ব্যাটিং। লিটন ৫ ম্যাচে ৪৬.৭৫ গড়ে করেছেন ১৮৭ রান, আফিফ সমান ম্যাচে ৩৬.৭৫ গড়ে করেছেন ১৪৭ রান। দুজনই পেয়েছেন একটি করে ফিফটি। প্রায় প্রতি ম্যাচে এনে দিচ্ছেন ভালো শুরু। গড়ছেন বড় জুটি।

টুর্নামেন্টের এখনো অনেক পথ বাকি। শোয়েব মালিকের প্রত্যাশা সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখবেন লিটন-আফিফ, ‘আফিফ ও লিটন দাস দারুণ ধারাবাহিক। টেস্ট বলুন, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; দলের প্রথম তিন ব্যাটসম্যান ভালো করছে মানেই ম্যাচে প্রভাব বিস্তার করছেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও আমরা এই ধারাবাহিকতা দেখতে চাই। বিশেষ করে যখন টুর্নামেন্টের মাঝামাঝি যাবেন তখন এই ধারাবাহিকতাই আপনাকে বাড়তি প্রেরণা জোগাবে।’

নিজ দলের দুই তরুণ ব্যাটসম্যানকে দেখছেনই। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের আর কোন কোন তরুণকে মনে ধরেছে শোয়েবের, এ প্রশ্নে একটু কূটনৈতিক উত্তর দিলেন রাজশাহীর পাকিস্তানি অলরাউন্ডার, ‘অনেক তরুণ ক্রিকেটার আছে। কারও নাম উচ্চারণ করতে চাই না, আবার এড়িয়েও যেতে চাই না। এড়িয়ে গেলে সেটা ভালো কিছু হবে না। তবে দেখেছি অসংখ্য তরুণ ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো।’

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে অনেক কথাই হচ্ছে। একজন পাকিস্তানি খেলোয়াড় হিসেবে এটা নিয়ে অবশ্য শোয়েব কিছুই বলতে চাইলেন না। শুধু বললেন, ‘আমি এখানে বিপিএল খেলতে এসেছি।’