আইসিসির ভাবনা, টেস্ট হবে চারদিনের

২০২৩ সালে প্রস্তাবিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ থেকেই টেস্ট হয়ে যেতে পারে চারদিনের। ছবি: এএফপি, ফাইল ছবি
২০২৩ সালে প্রস্তাবিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ থেকেই টেস্ট হয়ে যেতে পারে চারদিনের। ছবি: এএফপি, ফাইল ছবি
>

টেস্ট ক্রিকেট চারদিনে করার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা–আইসিসি

টেস্ট ক্রিকেট কি পাকাপাকিভাবেই চার দিনের হয়ে যাচ্ছে?

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস তেমন ইঙ্গিতই তো দিলেন। গত শুক্রবার সিএ প্রধান নির্বাহী অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে বলেছেন চার দিনের টেস্ট চালুর বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির ক্রিকেট কমিটির অনুমোদন পেলে ২০২৩ সাল থেকে প্রস্তাবিত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ থেকেই চালু হতে পারে তা।

তবে চার দিনের টেস্টের ধারণাটা সবচেয়ে বড় বাধা পেতে পারে ক্রিকেটারদের কাছ থেকেই। চার দিনের প্রথম শ্রেণির ম্যাচ ও টেস্ট ক্রিকেটে মর্যাদার পার্থক্যের জন্যই নতুন প্রস্তাবে বিরোধিতা করতে পারেন তাঁরা।

সিএ প্রধান নির্বাহী রবার্টস টেস্ট ক্রিকেটকে চার দিনে নামিয়ে আনতে চাওয়ার যুক্তি হিসেবে আশ্রয় নিলেন পরিসংখ্যানের, ‘এটা আবেগতাড়িত কোনো বিষয় নয়, এটাকে তথ্য-উপাত্ত দিয়ে বিচার করতে হবে। সর্বশেষ ৫-১০ বছরে সময় ও ওভারের হিসাবে টেস্টগুলোর দৈর্ঘ্য কতটা ছিল, সেটি দেখা উচিত।’

২০১৮ সালের শুরু থেকে গত দুই বছরে ৬০ ভাগের বেশি টেস্ট শেষ হয়েছে চার দিনের মধ্যে। ২০২৩ থেকে ২০৩১ সালের চক্রে বাড়তি সময় বের করতেই চার দিনের টেস্টের পরিকল্পনা আইসিসির। বেঁচে যাওয়া সময়টাকে কাজে লাগিয়ে টেস্ট সিরিজের বাড়তি ম্যাচ আয়োজনের চিন্তাভাবনাও আছে।