কেন চলে যাচ্ছেন ওয়াহাব রিয়াজ

কাল রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ওয়াহাব রিয়াজ। এমন বোলিংয়ের পরও পাকিস্তানি পেসারকে পরের দুই ম্যাচে পাচ্ছে না ঢাকা প্লাটুন। ওয়াহাব ফিরে গেছেন দেশে
কাল বোলিংয়ে আগুন ঝরিয়েছেন ওয়াহাব রিয়াজ । ছবি: প্রথম আলো
কাল বোলিংয়ে আগুন ঝরিয়েছেন ওয়াহাব রিয়াজ । ছবি: প্রথম আলো

কী দুর্দান্ত বোলিংটাই না কাল করলেন ওয়াহাব রিয়াজ! নিজের প্রথম ১৪ বলে কোনো রান না দিয়ে পেলেন ৪ উইকেট! ম্যাচ শেষে ঢাকা প্লাটুনের পাকিস্তানি ফাস্ট বোলারের বোলিং বিশ্লেষণী ৮ রানে ৫ উইকেট, যেটি টুর্নামেন্টে ইনিংস সেরা বোলিং। এমন আগুনে বোলিংয়ের পরের দিন পাকিস্তানে ফিরে গেছেন ওয়াহাব।

হঠাৎ ওয়াহাব কেন দেশে ফিরে গেলেন, জানতে চাইলে ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান বললেন, ‘পারিবারিক কারণে সে দেশে ফিরে গেছে। আমাদের ১১তম ম্যাচের (১০ জানুয়ারি) আগে আবার তার ফিরে আসার কথা। শেষ চারে উঠলে তখন আরও কিছু ম্যাচ খেলার সুযোগ থাকবে ওর।’

ওয়াহাব চট্টগ্রাম-পর্বেও তিন দিনের ছুটি নিয়ে দেশে গিয়েছিলেন। টুর্নামেন্টে এখনো ঢাকার চারটি ম্যাচ বাকি, নিশ্চিত হয়নি শেষ চারও। এ সময় দলের গুরুত্বপূর্ণ একজন ফাস্ট বোলারের সেবা না পাওয়াটা ঢাকার জন্য ক্ষতি হলেও আহসানউল্লাহ বলছেন, এখানে কিছুই করার নেই তাঁদের, ‘দলের জন্য সে ভীষণ গুরুত্বপূর্ণ হলেও এখানে আসলে কিছু করার নেই, সব সময়ই পরিবার আগে। ওয়াহাবের বদলি হিসেবে নতুন করে কাউকে নেওয়ারও আপাতত চিন্তা নেই আমাদের।’

কাল রাতে রাজশাহী রয়্যালস হেরেছে আসলে ওয়াহাবের বিধ্বংসী বোলিংয়ের কাছেই। আর এ জয়ে ঢাকার শেষ চারের আশা বেশ উজ্জ্বল হয়েছে। যখন লিগ পর্বের বৈতরণি পেরোনোর সময় হয়েছে মাশরাফিদের, তখনই তাঁরা পাচ্ছেন না দলের গুরুত্বপূর্ণ বোলারকে।