দর্শকদের জন্য বাংলাদেশকে জরিমানা ফিফার

অক্টোবরে কাতারের সঙ্গে ম্যাচটি ছিল স্মরণীয়। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। ২-০ গোলে হারলেও জামাল ভূঁইয়া-ইয়াসিনদের পারফরম্যান্স মুগ্ধ করেছিল দর্শকদের। কিন্তু সে ম্যাচে বাংলাদেশি দর্শকদের আচরণ মোটেও পছন্দ করেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা-ফিফা। গ্যালারির কাঁটাতার টপকে কিছু দর্শক সেদিন মাঠে ঢুকে পড়েছিল। আর এ অপরাধেই বাফুফেকে জরিমানা করেছে তারা।

>

গত অক্টোবরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার। সে ম্যাচে দর্শকদের আচরণের কারণে বাংলাদেশকে জরিমানা করেছে ফিফা

ফিফার কাছে এখন ১৫ হাজার সুইস ফ্রাঁ গুনতে হবে বাফুফেকে। ম্যাচ কমিশনারের প্রতিবেদনের ভিত্তিতেই এ জরিমানা। আন্তর্জাতিক ম্যাচে মাঠে দর্শকের প্রবেশ বড় অপরাধই। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ব্যাপারটি নিশ্চিত করেছেন, ‘বাংলাদেশ-কাতার ম্যাচে গ্যালারি থেকে কিছু দর্শক মাঠে ঢোকার চেষ্টা করেছিল। সেই ছবি নিয়ে ফিফার কাছে রিপোর্ট করে ম্যাচ কমিশনার।এ জন্য আমাদের ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।’
গত ১০ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপে এখনো পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেপ্টেম্বরে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হার দিয়ে এ মিশন শুরু করেছিল জেমি ডের দল। ঢাকায় কাতারের কাছে ২-০ গোলে হারের পর কলকাতায় ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম পয়েন্ট কুড়ায় দল। সবশেষ ১৪ নভেম্বর ওমানের মাসকাটে ওমানের কাছে ৪-১ গোলে হারে বাংলাদেশ।