ম্যান সিটির বছর শুরু জয় দিয়ে

জোড়া গোল করেন জেসুস। ছবি: এএফপি
জোড়া গোল করেন জেসুস। ছবি: এএফপি

প্রথমার্ধে পুরোটা সময় আধিপত্য ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। তবু কোনো মতে তাদের বেঁধে রাখে এভারটনের রক্ষণভাগ। যদিও ১২ মিনিটের মাথাতেই বল জালে জড়ান সিটির মাঝমাঠের খেলোয়াড় ফিল ফোডেন। অফসাইডের ফাঁদে পড়ে সে গোল বাতিল হলে স্বাগতিকেরা আরও একবার গোলের সহজ সুযোগ পায়। এবার মাহরেজ সুযোগ হাতছাড়া করেন।
গার্দিওলার শিষ্যরা প্রথমার্ধে দুর্দান্ত খেলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতে ম্যান সিটি। দুই দলই গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে। সিটির ২ গোলের পর ব্যবধান কমিয়েও হার এড়াতে পারেনি এভারটন। সিটির হয়ে দুটি গোলই করেন গ্যাব্রিয়েল জেসুস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে জেসুসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। গুন্ডোগানের বাড়ানো বলে জায়গা করে পোস্টের ডান প্রান্ত দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান জেসুস। প্রথম গোল দিয়ে অতিথিদের আরও চেপে ধরে গার্দিওলার শিষ্যরা। ম্যাচের পরের গোলটি আসে সাত মিনিট পরই। এবারও সিটির নায়ক জেসুস। এবার ম্যাচের শুরুতে যার কারণে অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হয় সেই মাহরেজের বাড়ানো বল জালে জড়ান জেসুস।

দুই গোল হজম করে খেই হারিয়ে ফেলে এভারটন। এরপর বলের দখল বাড়িয়ে খেলার চেষ্টা করে তারা। আক্রমণেও জোর দেয়। ৭১ মিনিটে এসে সিটির গোলরক্ষকের ভুলে বল জালে জড়ান এভারটনের রিকার্লিসন। এতে শুধু গোলের ব্যবধানই কমে। হার এড়াতে ব্যর্থ হয়েই বাড়ির পথ ধরে অতিথি শিবিরের খেলোয়াড়েরা। আর সিটির নতুন বছর, নতুন দশক শুরু হয় জয় দিয়ে।

এ দিকে লিগের আরেক ম্যাচে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। শুরুতে গোল দিয়ে চেলসি এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের গোলে সমতায় ফেরে ব্রাইটন।