বার্সেলোনাকে পেছনে ফেলল রিয়াল মাদ্রিদ

গোলের পর মদরিচকে ঘিরে উল্লাস। ছবি: রয়টার্স
গোলের পর মদরিচকে ঘিরে উল্লাস। ছবি: রয়টার্স
গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।


আজকের ম্যাচের আগে শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মাত্র একবার বল পাঠাতে পেরেছিল রিয়াল মাদ্রিদ। ওতেই রব উঠে গিয়েছিল, গোলের রাস্তা ভুলে গিয়েছে জিদানের দল। ব্যাস, ঘুরে দাঁড়াল গোলের মেলা বসিয়ে। আজ গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। গোল পেয়েছেন ডিফেন্ডার রাফায়েল ভারানে ও লুকা মদরিচ, অন্য গোলটি আত্মাঘাতী। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে পেছনে ফেলে দিয়েছে রিয়াল।

স্কোর লাইন ৩-০। এতে মনে হতে পারে ম্যাচটি ছিল একপেশে। কিন্তু তা ভুল। প্রথমার্ধে রিয়াল গোলরক্ষক কোর্তোয়ার পরীক্ষা নিয়েছে গেতাফে। বেশ কয়েকবার দলকে বাঁচিয়েছেন তিনি। উল্টো আত্মঘাতী গোলে ৩৪ মিনিটে এগিয়ে যায় মাদ্রিদ। একটি ক্রস থেকে আসা বল রাফায়েল ভারানের মাথা ও গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়। ৫৩ মিনিটে ভারানের গোলে রিয়ালের ২-০। টনি ক্রুসের ফ্রি কিকে হেডে গোলটি করেন ফরাসি ডিফেন্ডার। মনে হচ্ছিল ২-০ গোলেই শেষ হবে ম্যাচ।

শেষ বাঁশি বাজার আগে ৩-০ করেছেন মদরিচ। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট ৩৯।