আম্পায়ারের চোখ এড়িয়ে এত 'নো বল'

অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন।ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন।ছবি: এএফপি
সিডনি টেস্টে আজ তৃতীয় দিনে মোট পাঁচটি ‘নো বল’ করেছেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন। কিন্তু তা মাঠের আম্পায়ারের চোখ এড়িয়ে গেছে


সিডনি টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়াই এগিয়ে। প্রথম ইনিংসে ৪৫৪ রান করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। এর মাঝে নাথান লায়নের স্পিন ভেলকিতে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ২৫১ রানেই গুটিয়ে দিয়েছে টিম পেইনের দল। হাতে দুই দিন রেখে এরই মধ্যে ২৪৩ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে কাগজে-কলমে তাই নিউজিল্যান্ডই পিছিয়ে। তবে আজকের খেলা শেষে মনে হতেই পারে, কোনো দল নয় আসলে পিছিয়ে তো মাঠের আম্পায়াররা!

তৃতীয় দিনে চা-বিরতির চার ওভার আগের ঘটনা। জেমস প্যাটিনসনের প্রথম বলেই পুল করে মিড উইকেটে ধরা পড়েন অভিষিক্ত গ্লেন ফিলিপস। ব্যাটিংয়ের ধরনে স্টিভেন স্মিথের প্রায় ‘ক্লোন’ এই কিউই ব্যাটসম্যান তখন ২৮ রানে অপরাজিত। উইকেট তুলে নেওয়ার আনন্দে উদযাপনও শুরু করে দিয়েছিলেন প্যাটিনসন। কিন্তু বিধিবাম! তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে জানালেন, প্যাটিনসনের ডেলিভারিটি ‘নো’ ছিল। বোলিং ক্রিজে দাগের পেছনে পায়ের কোনো অংশ ছিল না অস্ট্রেলিয়ান পেসারের, যা চোখ এড়িয়ে যায় মাঠের আম্পায়ারদের। আরও আশ্চর্যের বিষয়, ওই অবৈধ ডেলিভারি করার আগে নিজের দুই ওভার চার-চারটি নো বল করেছেন প্যাটিনসন। মাঠের আম্পায়ার তা ধরতে পারেননি!

প্যাটিনসনের আগের চারটি নো বল আম্পায়ার না ধরায় অস্ট্রেলিয়া লাভবান হলেও ক্ষতিও হয়েছে প্যাটিনসনের। আম্পায়াররা তখন নো বল ধরলে প্যাটিনসন হয়তো নিজের রান-আপ ঠিক করে নিতে পারতেন। এতে ফিলিপসের বিপক্ষে হয়তো বৈধ ডেলিভারিতে উইকেটটা তুলে নিতে পারতেন প্যাটিনসন। সে যাই হোক, মাঠের আম্পায়ারদের এমন ভুলে চটেছেন অস্ট্রেলিয়ার দুই সাবেক রিকি পন্টিং এবং ব্রেট লি। চ্যানেল সেভেন-এর ধারাভাষ্যকার হিসেবে পন্টিং বলেন, ‘কাউকে দোষারোপ না করেই বলছি, আম্পায়াররা (নো বলের সময়) নিচের দাগে তাকিয়েছে বলে মনে হয়নি। এটা ভালো না, এটা তো আম্পায়ারিংয়ের অংশ। এ সিদ্ধান্তটা মাঠের আম্পায়ারদের। কিন্তু বিষয়টি (মাঠের আম্পায়ারদের ভুল) গোটা বিশ্বে এখন মহামারি।’

অস্ট্রেলিয়ার এবারের ঘরোয়া মৌসুমে মাঠের আম্পায়ারদের এমন ভুল এই প্রথম না। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ব্যক্তিগত ৫৬ রানে বেঁচে গিয়ে পরে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। নাসিম শাহ যে ডেলিভারিতে তাঁকে আউট করেছিলেন সেটি নো ছিল। সাবেক পেসার ব্রেট লি মনে করেন, মাঠের আম্পায়ারদের নো বল ডাকার দায়িত্ব কেড়ে নেওয়ার সময় এসেছে। ফক্স স্পোর্টসকে লি বলেন, ‘তারা (মাঠের আম্পায়ার) যেটা করছে তা মোটেও কাজে লাগছে না। আমার মতে, মাঠের আম্পায়ারদের কাছ থেকে এ দায়িত্ব কেড়ে নেওয়ার সময় এসেছে, এতে তারা ম্যাচের বাকি বিষয়ে চোখ রাখতে পারবে।’

সিডনি টেস্টে মাঠের দুই আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।