ইব্রার মূর্তি ভেঙেই ছাড়ল দুষ্কৃতকারীরা

মালমো ক্লাবের সামনে ভূপাতিত ইব্রাহিমোভিচের মূর্তি। ছবি: এএফপি
মালমো ক্লাবের সামনে ভূপাতিত ইব্রাহিমোভিচের মূর্তি। ছবি: এএফপি
করাত দিয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের মূর্তির পা কেটেছে দুষ্কৃতকারীরা। এতে মূর্তিটি স্থানচ্যূত হয়ে ভূপতিত হয়েছে। মালমো ক্লাবের সামনে ইব্রার মূর্তিতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছিল দুষ্কৃতকারীরা


দুষ্কৃতকারীরা শেষ পর্যন্ত জ্লাতান ইব্রাহিমোভিচের মূর্তি উৎপাটন করে ছাড়ল। গত বছরের নভেম্বরে সুইডিশ ক্লাব হ্যামারবির ২৫ শতাংশ শেয়ার কেনেন ৩৮ বছর বয়সী এ স্ট্রাইকার। হ্যামারবি ইব্রার বেড়ে ওঠার ক্লাব মালমোর চিরপ্রতিদ্বন্দ্বী। ইব্রা হ্যামারবির শেয়ার কেনার দিন থেকেই মালমো ক্লাবের সামনে তাঁর ৩.৫ মিটারের ব্রোঞ্জের মূর্তিতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছিল দুষ্কৃতকারীরা। এবার মূর্তিটির পা করাত দিয়ে কেটে ফেলে দিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে, আজ স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় সুইডেনের ইতিহাসে সেরা স্ট্রাইকারের মূর্তিটি ভূপতিত অবস্থায় প্রথম আবিষ্কার করা হয়। মূর্তির মুখ সুইডিশ ব্যাজসংবলিত একটি শার্ট দিয়ে বাঁধা ছিল। পাশে সুইডিশ ভাষায় দেয়ালচিত্রের মাধ্যমে লেখা হয়েছে ‘সরিয়ে নাও’। মালমো মিউনিসিপ্যালটি ক্রীড়া ও বিনোদন বিভাগের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন,মূর্তিটি সরিয়ে নিয়ে সংস্কারের জন্য পাঠানো হয়েছে। মালমোর ডেপুটি মেয়র ফ্রিডা ট্রোলমেয়ার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘বুঝতে পারছি জ্লাতানের আচরণে অনেকেই অসন্তুষ্ট। কিন্তু মূর্তির ওপর হামলা চালানো অর্থহীন। অসন্তুষ্টি প্রকাশ গণতান্ত্রিক পথে হওয়াই ভালো।’

আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, বার্সেলোনায় খেলা ইব্রার মূর্তিটি এর আগে পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতকারীরা। এ ছাড়াও মূর্তিতে স্প্রে করা এবং নাক কাটার পাশাপাশি হাতে একটি টয়লেট সিটও ধরিয়ে দেওয়া হয় এবং করাত দিয়ে পায়ের পাতাও কাটা হয়েছিল। হামলা চালানো হয়েছিল স্টকহোমে ইব্রার বাসায়ও। মূর্তিটির ভাস্কর পিটার লিন্ডে হামলা বন্ধ করার অনুরোধ করেছিলেন এর আগে। কিন্তু কেউ তাঁর কথা শোনেনি, পুলিশ মূর্তিটির চারপাশে বেড়া দিলেও কাজ হয়নি। সংবাদমাধ্যমে এর আগে এসেছিল, সুইডেনে ইতিহাসে সেরা স্ট্রাইকারের ওপর ক্ষুব্ধ হয়েই মালমোর সমর্থকেরা এসব হামলা চালিয়েছেন। দুই দশক আগে মালমোর জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক ঘটেছিল ইব্রার।

যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ছেড়ে এ মাসের শুরুতে এসি মিলানে ফিরেছেন ইব্রা।