ঘরের ছেলেকে ফেরাতে চলেছে বার্সেলোনা

আগে বার্সার অ্যাকাডেমিতেই খেলতেন অলমো। ছবি: এএফপি
আগে বার্সার অ্যাকাডেমিতেই খেলতেন অলমো। ছবি: এএফপি
>এবারের শীতকালীন দলবদলে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের স্প্যানিশ মিডফিল্ডার দানি অলমোকে দলে চাইছে বার্সেলোনা। এই অলমো এক সময় বার্সেলোনার বিখ্যাত ‘লা মাসিয়া’ অ্যাকাডেমিতে খেলতেন

গত কয়েক বছরে আক্রমণভাগের পেছনে বার্সেলোনার কম খরচ হয়নি। কিন্তু সে তুলনায় সাফল্য এসেছে সামান্যই।

চার বছরে বার্সার আক্রমণভাগে এসেছেন আঁতোয়ান গ্রিজমান, ওসমানে ডেমবেলে, পাকো আলসাসের, ফিলিপ কুতিনহো, মালকম, কেভিন-প্রিন্স বোয়াটেং এর মতো তারকারা। কেউই তেমন ঝলক দেখাতে পারেননি। অথচ এদের পেছনে টাকা খরচ হয়েছে দেদারসে। ঘুরেফিরে সেই লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ বেশির ভাগ ম্যাচে বার্সেলোনাকে উদ্ধার করেন। দলবদলের বাজারে অন্য ক্লাবের যুবদলের খেলোয়াড় বেশি দামে কেনায় নিজেদের এই ব্যর্থতা দেখেই কি না, বার্সেলোনা এবার হাত বাড়িয়েছে নিজেদেরই সাবেক এক খেলোয়াড়ের দিকে।

নাম তাঁর দানি অলমো। জাতীয়তা স্প্যানিশ। খেলেন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে, ডান বা বাম দিকের উইঙ্গার হিসেবেও খেলার অভিজ্ঞতা আছে। ২০০৭ সালে শহর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের অ্যাকাডেমি থেকে বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি লা মাসিয়ায় যোগ দেন দানি অলমো। বার্সেলোনায় সাত বছর খেলার পর যখন দেখলেন মেসি, নেইমার, সুয়ারেজদের ‘দৌরাত্ম্যে’ মূল দলে খেলার তেমন সুযোগ পাওয়া যাবে না, তখনই সিদ্ধান্ত নিলেন ক্লাব ছাড়ার। ২০১৪ সালে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবে যোগ দেন অলমো।

২০১৮ সালে ক্রোয়েশিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অলমো। একই বছরে ইতালির পত্রিকা তুত্তোস্পোর্ত সেরা যুব ফুটবলারদের তালিকায় পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের ওপরে রাখে অলমোকে। এই বছরেই স্পেনের হয়ে অনূর্ধ্ব-২১ ইউরো জিতেছেন অলমো। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে আলো ছড়িয়েছেন, গোল করেছেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

আর তাতেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন এই তারকা। অলমোকে দলে পাওয়ার জন্য লাইন লাগিয়েছে বার্সেলোনা, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো। তবে অলমোকে পাওয়ার দৌড়ে একটু হলেও এগিয়ে আছে বার্সেলোনা। এর মধ্যে অলমো নিজেই জানিয়েছেন, তাঁকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা, ‘বার্সেলোনা আবারও আমাকে ফেরত পেতে চাচ্ছে, এটা আমার জন্য অত্যন্ত খুশির এক খবর। জীবনের ছয় বছর লা মাসিয়ায় কাটিয়েছি, তারা আমাকে জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে।’

সামনের বছরেই ইউরো, আর ইউরোতে স্পেনের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন অলমো। তবে ক্রোয়েশিয়ার লিগের মতো অখ্যাত জায়গায় খেললে স্পেন দলে জায়গা না হতেও পারে। সে কারণেই ডায়নামো ছেড়ে বার্সেলোনায় আসার জন্য প্রচণ্ড আগ্রহী অলমো, ‘পরের ছয় মাস যদি ক্রোয়েশিয়ার লিগে খেলি, তাহলে ইউরোতে সুযোগ পাওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আমি আরও উন্নত জায়গায় খেলতে চাই, উন্নত ফুটবলার হতে চাই। এমন না যে আমি ডায়নামোতে এসব সুযোগ-সুবিধা পাচ্ছি না, তবে ক্যারিয়ারের উন্নতির জন্য আমাকে পরবর্তী ধাপ নিতে হবে।’