মোস্তাফিজদের বোলিং কোচ হতে আগ্রহী তিনি

বাংলাদেশ দলের বোলিং কোচ হতে আগ্রহী গিবসন। ছবি: প্রথম আলো
বাংলাদেশ দলের বোলিং কোচ হতে আগ্রহী গিবসন। ছবি: প্রথম আলো

চার্ল ল্যাঙ্গাভেল্ট চলে যাওয়ার পর বাংলাদেশ দলের পেস বোলিং কোচের জায়গাটা শূন্য পড়ে আছে। সেই জায়গাটা কে পূরণ করবেন, এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়নি। তবে বিপিএলে কুমিল্লা ওয়ারিয়ার্সের হয়ে কাজ করতে আসা ওটিস গিবসন নিজেই জানালেন, বাংলাদেশ দলের বোলিং কোচ হতে তিনি আগ্রহী।

ল্যাঙ্গাভেল্ট চলে যাওয়ার পর পেস বোলিং কোচ হিসেবে পেতে গিবসনের সঙ্গে এরই মধ্যে বিসিবি যে কথা বলেছে, সেটি তিনি নিজেই আজ জানিয়েছেন, ‘আলোচনা চলছে, এটা আমি অস্বীকার করব না। চূড়ান্ত বলার মতো কিছু হয়নি । তবে আলোচনা চলছে। দেখি কী হয়। অবশ্যই ক্রিকেট ভালোবাসি আর বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করতে পারি এবং তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সে সুযোগটি নিতে চাইব।’

বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লায় কাজ করতে গিয়ে স্থানীয় বেশ কয়েকজন ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে গিবসনের। এঁর মধ্যে কে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটি অকপটেই জানালেন ক্যারিবীয় কোচ, ‘কিছু ক্রিকেটারকে ভালোভাবে চিনেছি। আল-আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। ওর সঙ্গে একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। আমি নিজেও ক্রিকেটার ছিলাম, তাই ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক কীভাবে গড়ে তুলতে হয়, জানা আছে আমার। এখানে এসে তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই।’

বিশ্বকাপের পর কোর্টনি ওয়ালশ বিদায় নিলে নতুন বোলিং কোচ আসেন ল্যাঙ্গাভেল্ট। তিন মাস কাজ করার পর প্রোটিয়া বোলিং কোচ বিদায় নিলে বিসিবিকে নতুন করে খুঁজতে হচ্ছে আরেকজন বোলিং কোচ। গিবসনে সে সমাধান হবে কি না, সেটি জানতে থাকতে হচ্ছে আরও কিছুদিনের অপেক্ষায়।