এ শতাব্দীতে রোনালদো যেখানে 'দ্বিতীয়'

হ্যাটট্রিকের পর ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
হ্যাটট্রিকের পর ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
>এ শতাব্দীর দ্বিতীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ-তে হ্যাটট্রিক করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

নতুন বছরে শুরুটা দুর্দান্তই হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। সিরি আ-তে ক্যালিয়ারির বিপক্ষে কাল হ্যাটট্রিক দিয়ে নতুন বছর শুরু করেছেন জুভেন্টাস তারকা। রোনালদো এই শতাব্দীর দ্বিতীয় ফুটবলার যাঁর ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ-তে হ্যাটট্রিক আছে।

প্রথম ফুটবলারটি অ্যালেক্সিস সানচেজ। উদিনেসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ইতালিয়ান সিরি আ-তে। লা লিগায় বার্সার হয়ে আর ২০১৫ সালে আর্সেনালের হয়ে হ্যাটট্রিক করেছিলেন চিলির ফরোয়ার্ড। ক্যারিয়ারে এটি রোনালদোর ৩৬তম লিগ হ্যাটট্রিক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ বিবেচনায় আর কোনো ফুটবলারেরই এতগুলো লিগ হ্যাটট্রিক নেই। ৩৪ হ্যাটট্রিক লিওনেল মেসির। এরপর বেশ বড় ব্যবধানে পিছিয়ে তিনে লুইস সুয়ারেজ (১৬)।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর এবারই সেরা ফর্মে আছেন রোনালদো। গোল পেলেন জুভেন্টাসের শেষ পাঁচ লিগ ম্যাচে। কাল তো পেলেন ক্যারিয়ারের ৫৬তম হ্যাটট্রিক। সিরি আ-তে প্রথম হলেও জুভেন্টাসের হয়ে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ৩৪ বছর বয়সী এ তারকা।

যেসব টুর্নামেন্টে খেলেছেন প্রায় সব কটিতেই হ্যাটট্রিক করেছেন রোনালদো। সিরি আ, লা লিগা, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নস লিগ ছাড়াও বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্ব, কোপা ডেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন রোনালদো। তবে পর্তুগালের ইতিহাসে রোনালদো ছাড়া আর কোনো ফুটবলারই ইতালির শীর্ষস্থানীয় লিগে হ্যাটট্রিকের মুখ দেখেনি।