তামিম কেন 'টুকটুক' করছেন, জানালেন কোচ

তামিমকে ধরে খেলার নির্দেশনা দিয়ে রেখেছে ঢাকা। প্রথম আলো ফাইল ছবি
তামিমকে ধরে খেলার নির্দেশনা দিয়ে রেখেছে ঢাকা। প্রথম আলো ফাইল ছবি

খুব ধীরলয়ে শুরু করছেন। শুরুতে অতি সাবধানী হওয়ায় স্ট্রাইকরেট কখনো কখনো নেমে আসছে ৫০ কিংবা ৬০-এ। উইকেট থিতু হচ্ছেন অনেক সময় নিয়ে। এক প্রান্ত আগলে রেখে খোলস থেকে বেরিয়ে আসছেন ইনিংসের শেষ দিকে। ১০০-এর নিচে নেমে যাওয়া স্ট্রাইক রেট উজ্জ্বল হচ্ছে তখনই। এবারের বিপিএলে তামিম ইকবালের ব্যাটিংয়ের ধরন দর্শকদের পছন্দ হতেও পারে, নাও পারে। তবে কৌশলটা বেশ কাজে লাগছে তাঁর দল ঢাকা প্লাটুনের।

তামিমকে উইকেট আগলে রাখার দায়িত্বই দিয়েছে ঢাকা টিম ম্যানেজমেন্ট। তাঁর প্রতি বার্তা, টিকে থাকতে হবে ইনিংসের শেষ পর্যন্ত। তামিম যখন উইকেটে থাকবেন, তখন ঝুঁকি নেবেন অপর প্রান্তের ব্যাটসম্যান। বাঁহাতি ওপেনার আক্রমণ করবেন শেষ দিকে গিয়ে। এই দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো এতটাই রক্ষণাত্মক হতে হচ্ছে, তাঁর ব্যাটিং দেখে ভ্রম হবে তামিম টি-টোয়েন্টি খেলছেন তো!

ব্যাটিংয়ের ধরন যেমন মনে হোক, রান তোলায় খুব একটা ব্যর্থ হচ্ছেন না তামিম। ৮ ম্যাচে ৫৩.০০ গড় ও ১১৫.২১ স্ট্রাইক রেটে করেছেন ৩১৮ রান। দুটি ম্যাচে অপরাজিত থাকায় গড়টা খুব আকর্ষণীয় হলেও তাঁর স্ট্রাইক রেট খুব বেশি উজ্জ্বল নয়। সেখানে অন্য স্থানীয় ওপেনার যেমন—লিটন দাসের স্ট্রাইক রেট ১৩৯.০০, সৌম্য সরকারের ১৪৩.০২, আফিফ হোসেনের ১৩৬.৫০, এমনকি স্ট্রাইক রেটে তামিমের চেয়ে মোহাম্মদ নাঈম এগিয়ে (১১৮.৫৯)।

তামিম ধারাবাহিক রান পাচ্ছেন বটে, এখনো ম্যাচসেরা হতে পারেননি। ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিন আজ সাংবাদিকদের ব্যাখ্যা দিলেন বাঁহাতি ওপেনারের ব্যাটিং কৌশল নিয়ে, ‘আমাদের দলটি যেভাবে করা হয়েছে, এখানে তামিমের আলাদা একটা ভূমিকা আছে। সে যতক্ষণ উইকেটে থাকবে, ততক্ষণ আমাদের জন্য সুবিধা থাকে। আমার কাছে মনে হয়, নিচে অনেক পাওয়ার হিটার আছে। আমরা চাই, একজন থাকবে, যে কিনা লম্বা ইনিংস খেলবে। এই কারণে আমি মনে করি, তামিম ইকবাল যেভাবে খেলছে, তাতে অনেক খুশি।’

সালাউদ্দিন বলছেন, ঢাকা প্লাটুনে তামিমের যে ভূমিকা, জাতীয় দলে সেটি নাও থাকতে পারে, ‘আমার মনে হয় সে যখন জাতীয় দলে খেলবে, তখন তাঁর ভূমিকা আরেক রকম হতে পারে। তবে ঢাকায় সে যেভাবে খেলছে, সেটা একেবারে যথার্থ বলে মনে করি।’

তামিমের ধরে খেলার কৌশলে পাওয়ার প্লে নিয়মিত কাজে লাগাতে পারছে না ঢাকা। প্রথম ৬ ওভার কাজে লাগাতে টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে সালাউদ্দিন, ‘হয়তো আমাদের পাওয়ার প্লেতে খুব বেশি রান হচ্ছে না। এখানে তামিমের সঙ্গে যারা আছে, তারা যদি সেই ভূমিকাটা পালন করে, তাহলে হয়তো আরেকটু ভালো করতে পারি আমরা।’