ফিলিস্তিন দিয়ে শুরু বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশন

লাওসকে হারিয়ে গত বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম আলো ফাইল ছবি
লাওসকে হারিয়ে গত বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম আলো ফাইল ছবি

বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হবে ১৫ জানুয়ারি। বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনির বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ জানুয়ারি। ২৬ তারিখ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

অংশ নিতে যাওয়া পাঁচ বিদেশি দলের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপর ১০৬-এ অবস্থান করছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল ফিলিস্তিন। বাংলাদেশের ওপরে থাকা দুই দল বুরুনডি (১৫১) আর মরিশাস (১৭২) রয়েছে অন্য গ্রুপে। বাফুফে বলছে, অংশ নিতে যাওয়া দেশগুলো তাদের বয়সভিত্তিক দল নয় জাতীয় দলই পাঠাবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম লক্ষ্য সেমিফাইনাল খেলা।

গ্রুপ ‘এ’–তে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। এখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলার টিকিট পাবে। লক্ষ্য সেমিফাইনাল খেলা হলেও কাজটা সহজ হবে না বলে মনে করেন জেমি, ‘র‌্যাঙ্কিংয়ের বিচারে টুর্নামেন্টের অন্যতম সেরা দল ফিলিস্তিন আমাদের গ্রুপে আছে। তারা অনেক শক্তিশালী দল। এ ছাড়া শ্রীলঙ্কাও বিশ্বকাপের মূল বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। সুতরাং গ্রুপ পর্ব পার করাও কঠিন এবার।’

গত টুর্নামেন্টে ফিলিস্তিনির বিপক্ষে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ফিলিস্তিন ছাড়াও বুরুনডি ও মরিশাস থাকায় টুর্নামেন্টকে বড় পরীক্ষা বলে মানছেন জেমি, ‘বিদেশি পাঁচটি দলের মধ্যে তিনটি দলই বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ওপরে। সুতরাং উপভোগ্য একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য হবে খুবই কঠিন।’