তামিম-লিটনরা কেন পাকিস্তান লিগ খেলতে চেয়েছেন

তামিম-লিটনরা পিএসএল খেলতে আগ্রহী ছিলেন। প্রথম আলো ফাইল ছবি
তামিম-লিটনরা পিএসএল খেলতে আগ্রহী ছিলেন। প্রথম আলো ফাইল ছবি
>পিসিবি বিসিবির কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানে লম্বা সময়ের জন্য থাকতে চান না; তাহলে ৪২ দিন দেশটির বিভিন্ন শহরে হতে যাওয়া পিএসএল খেলতে কীভাবে আগ্রহী হয়!

বিসিবি পিসিবিকে জানিয়েছে, তাদের ক্রিকেটাররা লম্বা সময় পাকিস্তানে থাকতে চান না। বাংলাদেশ তাই পূর্ণাঙ্গ সফরে নয়, পাকিস্তানে গেলে যাবে সংক্ষিপ্ত সময়ের জন্য। বিসিবি শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছে এ কারণেই।

মজাটা হচ্ছে, পাকিস্তানে যদি লম্বা সময়ে থাকতে আপত্তি তাহলে বাংলাদেশের ২৩ ক্রিকেটার কেন আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নিলামের জন্য নাম নিবন্ধন করিয়েছিলেন? এবার পুরো পিএসএল হবে পাকিস্তানে। নিবন্ধন করা ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস যেমন ছিলেন; ছিলেন আমিনুল ইসলাম, আল-আমিন, অলক কাপালি, মোহাম্মদ নাঈমের মতো খেলোয়াড়েরাও। এ ২৩ ক্রিকেটারের মধ্যে অবশ্য মুশফিকুর রহিম ছিলেন না, যিনি শুরুতেই পাকিস্তান সফরকে ‘না’ বলে আসছেন।

পিএসএলের নিলাম হয়ে গেছে ডিসেম্বরের ৬ তারিখে, যেখানে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি। না পাওয়ার অন্যতম কারণ হতে পারে, বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা আছে ফেব্রুয়ারিতে। নাম নিবন্ধন করানো জাতীয় দলের অনেকে এজেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই সময় দেশে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ আছে। তাদের পিএসএলে খেলতে যাওয়াটা শেষ পর্যন্ত নির্ভর করবে বোর্ডের সিদ্ধান্তের ওপর।

বাংলাদেশকে পাকিস্তানে টেস্ট খেলতে বাধ্য করতে পিসিবি এ বিষয়টি সামনে নিয়ে এসেছে। পিসিবি বিসিবির কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা লম্বা সময়ের জন্য থাকতে চান না তাহলে ৪২ দিন পাকিস্তানের বিভিন্ন শহরে হতে যাওয়া পিএসএল খেলতে কীভাবে আগ্রহী হয়!

কয়েকজন ক্রিকেটারদের কাছে বিসিবি সভাপতি তাই জানতে চেয়েছিলেন কেন পিএসএল খেলতে তাঁরা নিবন্ধন করেছেন? ক্রিকেটারদের জবাব শুনে নাজমুল সাংবাদিকদের বলেছেন, ‘আসলে ওরকম কোনো জবাব পাইনি। একেকজনের একেক কথা। তারা যা বলেছে তাতে উপসংহারে আসা যায় না। ওরা বলছে, নাম পাঠিয়েছি বলেই কি নির্বাচিত হয়ে যাব? আর নির্বাচিত হলে বিসিবির (অনাপত্তিপত্র) এনওসি নিতে হবে। লম্বা প্রক্রিয়া। সব প্রক্রিয়া শেষে যাব কি যাব না, বিসিবি এনওসি দেবে কি দেবে না—এ কারণে নাম দেওয়ার দরকার দিয়ে রেখেছিলাম।’

নিলামে দল না পেলেও পিএসএলে খেলার সুযোগ কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। নিলামের বাইরেও অনেক সময় কেউ কেউ দল পেয়ে থাকেন। বাংলাদেশের কোনো ক্রিকেটার সেভাবে দল পেলে বিসিবি কি এনওসি দেবে? নাজমুল বলছেন, ‘আগে নির্বাচিত হোক।’