ব্র্যাডম্যানকে পেছনে ফেললেন ওয়ার্ন

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য নিজের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলেছিলেন ওয়ার্ন। ছবি : ওয়ার্নের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া
দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য নিজের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলেছিলেন ওয়ার্ন। ছবি : ওয়ার্নের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া
>

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। হাজার হাজার বন্য পশুপাখি ও মানুষজন আক্রান্ত হচ্ছে, ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। দাবানল দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য নিজের ব্যাগি গ্রিন ক্যাপটা নিলামে তুলেছিলেন শেন ওয়ার্ন। সেই ক্যাপের যা দাম উঠেছে, তাতে ওয়ার্ন অনায়াসে পেছনে ফেলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানকে

দাবানলের কারণে অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষ আর বন্য পশুপাখির মৃত্যু ছুঁয়ে গেছে বিশ্ব তারকাদের। নিজের দেশের এই দুরবস্থায় প্রাণ কাঁদছে শেন ওয়ার্নেরও। যে কারণে নিজের অমূল্য ব্যাগি গ্রিন ক্যাপটা নিলামে তুলেছিলেন তিনি। নিলামে সেই ক্যাপের দাম উঠেছে এক মিলিয়ন অস্ট্রেলীয় ডলারেরও বেশি। এর আগে নিলামে কোনো অস্ট্রেলীয় তারকার ব্যবহৃত ব্যাগি গ্রিন ক্যাপের দাম এত বেশি ওঠেনি।

এর আগে ২০০৩ সালে স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপির নিলাম থেকে পাওয়া গিয়েছিল ৪ লাখ ২৫ হাজার অস্ট্রেলীয় ডলার। ওয়ার্নের ক্যাপের দাম ছাড়িয়েছে হয়েছে দ্বিগুণ। একদম ঠিকঠাক বললে, ব্যাগি গ্রিন ক্যাপের জন্য ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৮৮ লাখ টাকা) পাচ্ছেন ওয়ার্ন। পুরো অর্থই তিনি দান করে দিয়েছেন অস্ট্রেলিয়ার রেড ক্রস নিরসন ও পুনর্বাসন তহবিলে।

সিডনির এক লোক নিলামের একদম শেষ মুহূর্তে এ দাম হাঁকিয়ে কিনে নিয়েছেন ওয়ার্নের মহামূল্যবান ক্যাপটিকে। বলা হচ্ছে, এ ক্যাপ পরেই নিজের খেলা ১৪৫ টেস্টের অধিকাংশ টেস্ট খেলেছেন ওয়ার্ন, নিয়েছেন ৭০৮ উইকেট।

ওয়ার্ন নিজেও আশা করেননি এত দাম উঠবে নিজের ক্যাপের, ‘ক্যাপটা যিনি পাচ্ছেন, সর্বোচ্চ দাম হাঁকানো সেই মানুষটিকে অভিনন্দন। আমি ভাবতেও পারিনি এত দাম উঠবে। আমি আসলেই আশ্চর্য হয়েছি। আপনার মহত্ত্বে আমি মুগ্ধ।’

ওয়ার্ন ছাড়াও ক্রীড়াজগতের অনেক তারকা দাঁড়িয়েছেন দুর্গতদের পাশে। এদের মধ্যে রয়েছেন জেফ টমসন, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, ডি'আর্চি শর্ট, রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, সেরেনা উইলিয়ামস প্রমুখ।