'শীর্ষ ছয় দল পাঁচ দিনের, বাকিরা খেলুক চার দিনের টেস্ট'

মিকি আর্থার, মাহেলা জয়াবর্ধনে ও রবি শাস্ত্রী। ছবি: ছবি: এএফপি ফাইল ছবি
মিকি আর্থার, মাহেলা জয়াবর্ধনে ও রবি শাস্ত্রী। ছবি: ছবি: এএফপি ফাইল ছবি
>

চার দিনের টেস্টের বিপক্ষে মুখ খুললেন মিকি আর্থার, মাহেলা জয়াবর্ধনে ও রবি শাস্ত্রী। পাঁচ দিনের টেস্ট ধরে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন তাঁরা

চার দিন না পাঁচ দিন?

ক্রিকেটবিশ্ব এখন এ প্রশ্নে বিভক্ত। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) পাঁচ দিনের বদলে চার দিনের টেস্টের কথা ভাবছে আইসিসি। এরপর থেকেই খেলাটির সবচেয়ে মর্যাদার সংস্করণে সংস্কারের প্রশ্নটা উঠছে নতুন করে। তবে সাবেক-বর্তমান ক্রিকেটারদের মধ্যে বেশির ভাগ তারকাই চার দিনের টেস্টের বিপক্ষে। শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বিরাট কোহলি, ক্রিস গেইল থেকে ইয়ান বোথাম, গ্লেন ম্যাকগ্রাদের চাওয়া পাঁচ দিনের টেস্টই টিকিয়ে রাখা হোক। তাঁদের এ মিছিলে এবার যোগ হলো আরও কিছু নাম।

শ্রীলঙ্কার কোচ ও আইসিসি ক্রিকেট কমিটির সদস্য মিকি আর্থার পাঁচ দিনের টেস্টের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে চলমান সিরিজে সংবাদমাধ্যমকে তাঁর যুক্তি, ‘পাঁচ দিনের টেস্টকে এখনো অনেক দূর যেতে হবে। টেস্ট শারীরিক, মানসিক ও কৌশলগত পরীক্ষা নিয়ে থাকে। পঞ্চম দিনে আমরা প্রায়ই দুর্দান্ত লড়াই দেখতে পাই, এর অন্যথা ঘটলে সেটি দেখা যাবে না।’ টেস্টের দৈর্ঘ্য থেকে এক দিন কেটে নেওয়ার পেছনে আর্থিক ক্ষতির যুক্তি দেওয়া হচ্ছে। কিন্তু আর্থার মনে করেন, আর্থিক কিংবা বাণিজ্যিক কারণে টেস্ট ক্রিকেট নিয়ে নাড়াচাড়া করা ঠিক হবে না, ‘আর্থিক কারণ থাকবেই। তবে আমার মনে হয় না, টেস্ট নিয়ে নাড়াচাড়া করাটা উচিত হবে। অনেক ড্র ম্যাচও কিন্তু শেষ দিনে রোমাঞ্চকর হয়।’

মাহেলা জয়াবর্ধনেও আইসিসি ক্রিকেট কমিটির সদস্য। শ্রীলঙ্কার কিংবদন্তি এ ব্যাটসম্যানও চার দিনের টেস্টের বিপক্ষে, ‘আমরা মিটিংয়ে এ নিয়ে আলোচনা করব, জানি না ঠিক কী ঘটবে। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, টেস্ট পাঁচ দিনেই থাকা উচিত। কোনো পরিবর্তন চাই না।’ ভারতের কোচ রবি শাস্ত্রীও পাঁচ দিনের টেস্টের পক্ষে, ‘চার দিনের টেস্ট অর্থহীন। এমন হলে আমরা সংক্ষিপ্ত ওভারের টেস্ট পেতে পারি। পাঁচ দিনের টেস্টের দৈর্ঘ্য নিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই।’

শাস্ত্রী একটি বুদ্ধিও দিয়েছেন আইসিসিকে, ‘যদি (চার দিনের) করতেই হয় তাহলে শীর্ষ ছয় দল পাঁচ দিনের টেস্ট খেলুক। পরের ছয়টি দল খেলুক চার দিনের টেস্ট। টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখতে চাইলে শীর্ষ ছয়টি দলকে একে-অপরের সঙ্গে বেশি বেশি খেলতে দেওয়া হোক। খেলা জনপ্রিয় করতে সংক্ষিপ্ত সংস্করণ তো আছেই।’

শেন ওয়ার্ন, মাইকেল ভন, মার্ক টেলরের মতো সাবেকেরা চার দিনের টেস্টের পক্ষে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস এর আগে সংবাদমাধ্যমকে জানান, চার দিনের টেস্ট চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আইসিসি।