বউয়ের নাম বলা মানা জামাল ভূঁইয়ার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফাইল ছবি

জামাল ভূঁইয়ার মুখ থেকে এমনিতেই কথা বের করা কঠিন কাজ! হ্যাঁ-না বা ইঙ্গিতেই বেশির ভাগ প্রশ্নের জবাব দেন জাতীয় দলের অধিনায়ক। ডেনমার্ক থেকে ফেরা জামালকে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে পাওয়া গেল অন্য মেজাজে। বিয়ের প্রসঙ্গ তুলতেই নতুন জামাইয়ের মুখে হাসি। কোনোভাবেই জীবন সঙ্গীর নাম বললেন না জামাল।
রবিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পারিবারিক এক অনুষ্ঠানে গাঁট ছাড়া বেঁধেছেন জামাল। তাঁর স্ত্রী পুরান ঢাকার মেয়ে, জার্মানিতে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্সে। বিয়ের পর জামাল ফিরেছেন ঢাকায় আর বউ জার্মানিতে। জার্মানিতেই পরিচয় দুজনের, ‘বউ আমার বাবার বন্ধুর বন্ধুর মেয়ে। আমাদের জার্মানিতে পরিচয়। কয়েক বছরের সম্পর্কের পর পরিবারের ইচ্ছেতে বিয়ে করলাম। বাবা-মা খুব চাচ্ছিলেন আমি বিয়ে করি। এটাই জীবনের অংশ।’

>

বিয়ের পর আজই প্রথম জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া। অনুশীলন শেষে প্রথম আলোকে শোনালেন তাঁর নতুন জীবনের গল্প

রবিবারের আগ পর্যন্তও জামাল ছিলেন ‘সিঙ্গেল।’ বিবাহিত জামাল আর অবিবাহিত জামালের মধ্যে পার্থক্য কী? ‘আগে আমার বউ ছিল না। এখন আমার বউ আছে। এ ছাড়া আর কোনো পার্থক্য হয়েছে বলে মনে হয় না।’ কিন্তু কার সঙ্গে নতুন জীবন শুরু করলেন বাংলাদেশ অধিনায়ক? এই প্রশ্নের জবাবে জামাল যেন লুকালেন, ‘নাম বলা যাবে না। বউয়ের মানা আছে।’ আরেকটি ব্যাপারে অবশ্য বউয়ের মানা শুনতে চান না জামাল, ‘আমি তো চার সন্তানের বাবা হতে চাই। কিন্তু বউ চায় দুজন।’

মুখে নতুন জামাইয়ের হাসি থাকলেও বেশি দিন এ মেজাজে থাকা হচ্ছে না জামালের। ১৫ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশন। এর আগে পুরো দমে খেলার জন্য ফিটনেসে ফেরানোর চ্যালেঞ্জটাও নিতে হচ্ছে তাঁকে। আজ দলীয় অনুশীলনের পর ব্যক্তিগতভাবে বেশ কিছু দৌড়ালেন অধিনায়ক। দক্ষিণ এশিয়ান গেমসের ব্যর্থতা থেকে বের হয়ে আসতে ঘরের মাঠের টুর্নামেন্টের সাফল্য পাওয়া যে খুব জরুরি।