পাকিস্তানে যেতেন মাশরাফি

পাকিস্তানে যেতে আপত্তি নেই মাশরাফির। ছবি: প্রথম আলো
পাকিস্তানে যেতে আপত্তি নেই মাশরাফির। ছবি: প্রথম আলো
>মাশরাফিকে পাকিস্তানে যাওয়া-না যাওয়ার প্রশ্নে আপাতত পড়তে হচ্ছে না। যদি পড়তে হতো, কী উত্তর হতো তাঁর?

পাকিস্তানে বাংলাদেশ টেস্ট খেলুক কিংবা টি-টোয়েন্টি; মুশফিকুর রহিম যেতেই আগ্রহী নন। টেস্ট হলে মাহমুদউল্লাহ যাবেন কি না, সেটা নিয়ে আছে সংশয়। দলের যাঁরা যেতে রাজি, তাঁরা বিসিবিকে জানিয়েছেন গেলে সংক্ষিপ্ত সময়ের জন্য। বিসিবি ক্রিকেটারদের ভাবনাকে প্রাধান্য দিচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেই জানিয়েছেন, পাকিস্তানে যেতে খেলোয়াড়দের তাঁরা জোর করবেন না।

মাশরাফি বিন মুর্তজা টেস্ট কিংবা আন্তর্জাতিক টি-টোয়েন্টি-কোনোটিই খেলেন না। যদি খেলতেন এবং পাকিস্তান যাওয়ার প্রশ্নে পড়তেন, কী বলতেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক? মাশরাফির উত্তর, ‘সত্যি বলতে আমি হয়তো যেতাম।’

যেতেন কিন্তু সেটি নির্ভর করত আরেকটি বিষয়ের ওপর। মাশরাফি বললেন, ‘পরিবারের সবার সঙ্গে কথা বলতাম। জানি না পরিবার কী বলত। যদি শুধু যাওয়ার কথা বলেন তাহলে যেতাম। এটা আসলে পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করত। আমার প্রশ্নের উত্তর মানে এই না যে যারা যেতে চাইছে না সেটা তাদের ভুল ভাবনা। অবশ্যই খেলার চেয়ে জীবন আগে। সবার নিজস্ব ভাবনা অবশ্যই গুরুত্বপূর্ণ। যে যেতে চায়, যে যেতে চায় না—প্রত্যেকের ভাবনা ঠিক আছে।’