বিসিবি বললে অধিনায়কত্বও ছাড়বেন মাশরাফি

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না—বোর্ডকে জানিয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আজ বললেন, বিসিবি চাইলে ওয়ানডে দলের অধিনায়কত্বও ছেড়ে দেবেন


নিজ থেকেই মাশরাফি বিন মুর্তজা কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না—সেটি কাল সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আজ মাশরাফি জানালেন, বিসিবি চাইলে তিনি ওয়ানডে অধিনায়কত্বও ছাড়তে রাজি।

কেন বিসিবি সভাপতিকে চুক্তিতে না থাকার কথা বলেছেন, সেটি কাল নাজমুল কিছুটা বলেছেন। আজ বিপিএলের ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি আরেকটু ব্যাখ্যা দিলেন, ‘নতুন কাউকে সুযোগ দিতেই বলেছি। তিন বছর পর বিশ্বকাপ। যে আসবে সে হয়তো ভাববে আমি কেন্দ্রীয় চুক্তিতে আছি, তার দায়িত্ব বাড়বে। তার খেলার ইচ্ছা বাড়বে। আমার মতে নতুন কাউকে সুযোগ দেওয়াই ভালো।’

মাশরাফিকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্ত। কিন্তু এখনো তিনি কাগজ-কলমে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। চুক্তিতে না থাকা একজন খেলোয়াড়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করা কঠিনই। এমন দৃষ্টান্ত বিশ্বক্রিকেটেও খুব একটা নেই। অধিনায়কত্বের বিষয়টি মাশরাফি বিসিবির ওপর ছেড়ে দিচ্ছেন, ‘বিসিবি থেকে যদি এখনই ছেড়ে দিতে বলে, তাহলে এখনই ছেড়ে দেব। সমস্যা নেই।’ বিসিবি বললে ছাড়বেন, কিন্তু নিজের সিদ্ধান্ত নিশ্চয়ই আছে। মাশরাফি অবশ্য সেটি বলতে চাইলেন না, ‘আমার সিদ্ধান্ত আমার কাছে থাক।’

কাল বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা চাইব ওকে (মাশরাফি) খুব ভালো করে বিদায় দিতে। এমনভাবে বিদায় দেওয়া হবে যেটা ওর আগে বাংলাদেশের কেউ পায়নি, পরেও কেউ পাবে না। এখন সে যদি চায় হবে, না হলে তো কিছু করার নেই।’

বিসিবির এই জাঁকালো বিদায় মাশরাফি নিতে চান না। তবে বিসিবিকে একটা ধন্যবাদ দিয়ে রাখলেন ঢাকা প্লাটুন অধিনায়ক, ‘কালও ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলাম। আজ থেকে আর নেই। সব সময় ভাবি ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের অভিভাবক। তাদের বিপক্ষে যাওয়াটা কখনই গর্বের কিছু মনে করিনি এবং কখনো মনেও করি না। ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ যে তারা চেয়েছে আমার বিদায়ী ম্যাচ আয়োজন বা অবসরের বিষয়ে চিন্তা করেছে। পরিষ্কার বার্তা দিচ্ছি, আমার ইচ্ছা নেই। তবে যদি কখনো সুযোগ আসে তাহলে দেখা যাবে। আবার কার কাছ থেকে বিদায় নেব, সেটাও কথা। আমার কোনো ইচ্ছে নাই।’