'যারা টেস্টকে প্রাধান্য দেবে, তাদের বেতন বেশি হওয়া উচিত'

‘যারা টেস্টকে প্রাধান্য দেবে তাদের বেতন বেশি হওয়া উচিত’
‘যারা টেস্টকে প্রাধান্য দেবে তাদের বেতন বেশি হওয়া উচিত’

টেস্টকে বিশেষ গুরুত্ব দিয়ে ম্যাচ ফি প্রায় ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটাররা। 

কাল প্রতিটি সংস্করণেই ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় বেশি বেড়েছে টেস্টের ম্যাচ ফি। ম্যাচ ফির সঙ্গে আরও একটি বিষয় ভাবছে বিসিবি। শোনা যাচ্ছে, এবার খেলোয়াড়দের বেতন কম–বেশি হবে সংস্করণভেদে।

মাশরাফি বিন মুর্তজা মনে করেন, এই সিদ্ধান্ত সহায়তা করবে টেস্টে ক্রিকেটারদের আরও ভালো খেলতে, ‘খুব ভালো সিদ্ধান্ত। যারা তিন সংস্করণই খেলবে, তাদের বেতন বেশি হবে। এমনকি যারা টেস্ট ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয়, তাদের বেতন বেশি হওয়া উচিত। তাহলে হয়তো টেস্ট ক্রিকেটে আমাদের পারফরম্যান্স পরিবর্তন হতে পারে। আমরা শুনি যে টেস্ট (অনেক ক্রিকেটার) খেলতে চায় না। বেতনের ভেতরে থাকলে ওই তাড়নাটা আসবে যে আমি শুধু টেস্ট খেলব, অন্য সবার চেয়ে বেশি বেতন পাব।’

কোন সংস্করণে কে কত বেতন পাবেন, বিসিবি এটা না জানালেও কাল ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ সভা শেষে জানিয়ে দেওয়া হয়েছে, টেস্টে ম্যাচ ফি ৬ লাখ করা হয়েছে। ওয়ানডেতে ৩ লাখ ও টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা। ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তে বিসিবি একটা ধন্যবাদ দিলেন মাহমুদউল্লাহ, ‘বোর্ডকে ধন্যবাদ। এতে অবশ্যই টেস্ট ক্রিকেটের প্রতি সবার আগ্রহ বাড়বে। আমি বলছি না যে আগে আগ্রহ ছিল না। কিন্তু দিন শেষে এটা আমাদের রুজিরুটি, আমাদের মূল পারিশ্রমিক এখান থেকে আসে। আমার মনে হয় খেলোয়াড়েরা এখান থেকে আরও উৎসাহ পাবে। স্বাগত জানাই বিসিবির এই সিদ্ধান্তকে।’