বাংলাদেশের যুক্তি বুঝতে পারছেন না রমিজ রাজা

বাংলাদেশকে পাকিস্তানে আসার আহ্বান রমিজ রাজার। ছবি : এএফপি
বাংলাদেশকে পাকিস্তানে আসার আহ্বান রমিজ রাজার। ছবি : এএফপি
>মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে পাকিস্তান সফর নিয়ে বিসিবি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।। তবে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণ দেখিয়ে কেন এ সফর নিয়ে বাংলাদেশ সিদ্ধান্তহীন সেটা ঠিক বুঝতে পারছেন না সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজা

পাকিস্তান সফর নিয়ে বিসিবি-পিসিবির অবস্থান এখন মুখোমুখি। নিরাপত্তা নিয়ে প্রশ্নের পাশাপাশি যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যে অস্থিরতা নিয়ে চিন্তা। বিষয়টি এখনো ঝুলে আছে, সমাধান হয়নি। পাকিস্তানে গিয়ে সিরিজ না খেলার জন্য বাংলাদেশ যে সব কারণ দেখাচ্ছে, সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান রমিজ রাজা সেগুলোর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না।

নিরাপত্তাই যদি সমস্যা হয়, তাহলে শুধু পাকিস্তানই নয়, বিশ্বের ক্রিকেট খেলুড়ে অনেক দেশেই নিরাপত্তা নিয়ে সমস্যা আছে বলে মনে করেন রমিজ রাজা, ‘আমি বুঝলাম না মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে বাংলাদেশের কী সমস্যা। সেটাই যদি কারণ হয় তাহলে তো এশিয়ার কোনো জায়গার অবস্থাই ভালো না। তাই বলে কি এশিয়ায় ক্রিকেট খেলা আয়োজন করা বাদ দিয়ে দেবেন? এশিয়ায় ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে? ইংল্যান্ডের ব্রিজে ও রাস্তাঘাটে মানুষজন ছুরি নিয়ে হামলা করছে, অস্ট্রেলিয়ায় চলছে ভয়াবহ দাবানল, ওসব জায়গায় তো ক্রিকেট বন্ধ নেই!’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থিরতা বাড়লে পাকিস্তান নিরপেক্ষ থাকবে, ঝামেলায় জড়াবে না, এমনটা ঘোষণা দেওয়ার পরেও বাংলাদেশ কেন সিরিজ খেলতে আসতে চাইছে না, সেটা বুঝতে পারছেন না রমিজ রাজা, ‘বাংলাদেশের এই যুক্তির অর্থ আমি বুঝতে পারছি না, যেখানে পাকিস্তানের সরকার এর মধ্যেই বলেছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়লে তারা কোনো পক্ষকে সমর্থন দেবে না, নিরপেক্ষ থাকবে।’

বাংলাদেশ যেন পাকিস্তানে সিরিজ খেলতে আসে, সে বিষয়ে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন রমিজ, ‘আমার মনে হয় এই ব্যাপারটার দিকে আইসিসির নজর দেওয়া উচিত। তারা পাকিস্তানে আম্পায়ার ও ম্যাচ পরিচালনাকারী পাঠাচ্ছে, অর্থাৎ তারা মনে করে পাকিস্তানে খেলা নিরাপদ। পাকিস্তান এর মধ্যেই বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে যে তাদের সরকার প্রধানের নিরাপত্তা দেওয়া হবে। শ্রীলঙ্কাও কয়েক দিন আগে এখানে সিরিজ খেলতে এসে নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশংসা করে গেছে। এশিয়ায় যারা ক্রিকেট খেলে, তাদের সবার উচিত পাকিস্তানকে সাহায্য করা। বাংলাদেশের কাছ থেকে আরও ভালো সিদ্ধান্তের আশা করছি।’