কোহলি, রোহিত ব্যর্থ, ভারত ২৫৫

বিরাট কোহলি। আউট হওয়ার পর। ছবি: এএফপি
বিরাট কোহলি। আউট হওয়ার পর। ছবি: এএফপি
>অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ২৫৫ রান তুলেছে ভারত। চারে নেমে ভালো করতে পারেননি বিরাট কোহলি

ভারতের ইনিংসে আজ পঞ্চম ওভারে রোহিত শর্মাকে তুলে নেন মিচেল স্টার্ক। ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকেরা কি এরপর চমকে গেছেন? তিনে ব্যাট করতে নামলেন লোকেশ রাহুল! এত দিন তিনে বিরাট কোহলিকে নামতে দেখা গেছে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজে চারে নেমে রাহুলকে তিনে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক। তবে কৌশল পাল্টে তেমন লাভ হয়নি ভারতের। অস্ট্রেলিয়াকে ২৫৬ রানের মোটামুটি একটা লক্ষ্য দিতে পেরেছে স্বাগতিকেরা।

২০১৫ সাল থেকে ওয়ানডেতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চারে ব্যাট করতে নামলেন কোহলি। তবে ভালো করতে পারেননি। ১৪ বলে ১৬ রান করে ফিরতি ক্যাচ দিয়েছেন বোলার অ্যাডাম জাম্পাকে। আগের বলেই ছয় মারা কোহলিকে পরের বলে তুলে নিয়ে একরকম প্রতিশোধই নিয়েছেন অস্ট্রেলিয়ান লেগি। ওয়ানডেতে কোহলিকে এ নিয়ে চারবার আউট করলেন জাম্পা। সবচেয়ে বেশিসংখ্যকবার আউট করেছেন রবি রামপাল (৬ বার)।

তবে চারে নামা কোহলির সাম্প্রতিক কয়েকটি ইনিংসের স্কোর দেখলে সবাই সম্ভবত তাঁর তিনে ব্যাট করতে নামার পক্ষেই থাকবেন—৯, ৪, ৩*, ১১, ১২, ৭, ১৬। ওয়ানডেতে তিনে নেমে ১৮০ ইনিংসে কোহলির ব্যাটিং গড় ৬৩.৩৯। সেঞ্চুরিসংখ্যা ৩৬। চারে নেমে ৩৮ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ৫৬.৪৮। সেঞ্চুরিসংখ্যা ৭।

শিখর ধাওয়ান ছাড়া ভারতের আর কেউ ফিফটির দেখা পাননি। ৯১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন এ ওপেনার। দ্বিতীয় উইকেটে ধাওয়ান-রাহুলের ১২১ রানের জুটিতে মূলত আড়াই শতাধিক রান তোলার ভিত পেয়েছে ভারত। তবে দলটির মিডল অর্ডার থেকে লোয়ার প্রত্যাশামতো ব্যাট করতে পারেনি। ২৭ ওভার শেষে ১ উইকেটে ১৩৪ রান তুলেছিল ভারত। এখান থেকে সংগ্রহটা আরও বড় হতেই পারত। কিন্তু ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ওখান থেকে মাঝের ২২.১ ওভারে ১২১ রান তুলতে বাকি ৯ উইকেট হারিয়েছে কোহলির দল।

৫৬ রানে ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ভারতে আজ নিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯টি ইয়র্কার মেরেছেন বাঁহাতি এ পেসার। ওয়ানডেতে এক ম্যাচে এর আগে কখনো এত ইয়র্কার মারেননি স্টার্ক।