অতিরিক্ত সময়ের নাটকে বাংলাদেশের স্বস্তি

সবার আগে সেমিফাইনালে ফিলিস্তিন। ছবি: প্রথম আলো
সবার আগে সেমিফাইনালে ফিলিস্তিন। ছবি: প্রথম আলো
টানা দুই জয় নিয়ে সবার আগে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিলিস্তিন।


বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। ফলে রোববার বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচটি এখন অলিখিত ফাইনাল। এদের মধ্যে জয়ী দলটি রানার্সআপ হিসেবে খেলবে সেমিফাইনালে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিলিস্তিন-শ্রীলঙ্কা ম্যাচের শেষ সময়ে হয়েছে নাটক। গোলশূন্য ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। এতে বাংলাদেশের সমর্থকদের দুশ্চিন্তা বাড়ছিল। কারণ শ্রীলঙ্কা আজ ড্র করলে শেষ ম্যাচে তাদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে যেত ‘জীবন-মরণের প্রশ্ন’। যোগ করা সময়ের নাটকেই বাংলাদেশ দলে এখন স্বস্তি—জিততেই হবে, এমন চাপ নিয়ে অন্তত ম্যাচটা খেলতে নামতে হবে না। শেষ মুহূর্তে ২ গোল আদায় করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ৯৩ মিনিটে গিয়ে ফিলিস্তিনকে এগিয়ে নেন অধিনায়ক মাহমুদ আবুজারদা। এর ৩ মিনিট পর ২-০ করেছেন খালেদ সালেম।

শেষ মুহূর্তে শ্রীলঙ্কার ২-০ গোলে হারে কিছুটা স্বস্তি বাংলাদেশের। এখন রবিবার শ্রীলঙ্কাকে হারাতে পারলেই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। ম্যাচটি ৯০ মিনিট ড্র থাকলে দুই দলের গোল গড়, মুখোমুখি ফল সবই সমান হবে। সে ক্ষেত্রে সরাসরি টাইব্রেকার।