পাকিস্তান সফরের বড় চমক হাসান মাহমুদ?

গতি তুলে নজর কেড়েছেন হাসান মাহমুদ। ছবি: প্রথম আলো
গতি তুলে নজর কেড়েছেন হাসান মাহমুদ। ছবি: প্রথম আলো
>পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকেরা চাইছেন বেশ অভিজ্ঞ দলই পাঠাতে। নানা সূত্রে জানা গেল, বিপিএলে ভালো খেলা কয়েকজন খেলোয়াড়ের ঠাঁই মিলছে দলে

পাকিস্তান সফরের বাংলাদেশ দল দেবে দেবে করে গত দুদিনে দেয়নি বিসিবি। বিপিএল-ব্যস্ততা ও পাকিস্তান সফরের কিছু বিষয় চূড়ান্ত হতে বাকি থাকায় হয়তো নির্বাচকেরা একটু সময় নিচ্ছেন। বিসিবি সভাপতি স্বাক্ষর করলে আজই হয়তো দল দিয়ে দেবেন নির্বাচকেরা।

নিষেধাজ্ঞায় পড়ে সাকিব আল হাসান এমনিতেই নেই। পাকিস্তান সফরে যে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম যাচ্ছেন না, সেটিও আগেই জানা গেছে। গত ভারত সফরের মতো এবার যে দল একেবারে তারুণ্যনির্ভর হবে, সেটিও নয়। নির্বাচকেরা চাইছেন বেশ অভিজ্ঞ দলই পাঠাতে। নানা সূত্রে জানা গেল, বিপিএলে ভালো খেলা কয়েকজন খেলোয়াড়ের ঠাঁই মিলছে দলে। এবার বিপিএলের পারফরম্যান্স দিয়ে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় চমক হতে পারেন হাসান মাহমুদ।

উইকেটশিকারে হাসান অবশ্য খুব একটা এগিয়ে থাকবেন না, ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ৩ জানুয়ারি সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নেওয়াই তাঁর সবচেয়ে বড় সাফল্য। হাসানের বোলিংয়ে কিছু বৈচিত্র্য থাকলেও সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন গতি দিয়ে। সর্বোচ্চ ঘণ্টায় ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন এ টুর্নামেন্টে। বিসিবি সভাপতি নাজমুল হাসানও একাধিকবার প্রশংসায় ভাসিয়েছেন হাসানকে, ‘হাসান মাহমুদ একজন সম্ভাবনাময় ক্রিকেটার। সে বেশ জোরে বল করতে পারে।’

বিপিএলে আলাদা নজর কাড়া, বিসিবি সভাপতির প্রশংসা—সব মিলিয়ে কখনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা হাসান চলে আসতে পারেন জাতীয় দলেও।