বাবার কথা মনে করিয়ে দিলেন চন্দরপলের ছেলে

পুরো দিন ব্যাট করেছেন ত্যাগনারায়ণ চন্দরপল। ছবি: সংগৃহীত
পুরো দিন ব্যাট করেছেন ত্যাগনারায়ণ চন্দরপল। ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ ক্রিকেট খেলেন, এ কথা আজকের নতুন নয়। দিন দিন নিজের খেলার ধরনের মধ্যে বাবাকেই ফুটিয়ে তুলছেন যেন ত্যাগনারায়ণ


শিবনারায়ণ চন্দরপলের নাম শুনলে মাথায় কোন ছবিটা ভেসে আসে সবার আগে?

বিচিত্র স্টান্স নিয়ে ব্যাটিং করতে থাকা একজন ক্যারিবীয় ব্যাটসম্যান, যাকে কোনো বোলারই আউট করতে পারছে না। অন্যপ্রান্তে একের পর এক ব্যাটিং সঙ্গী পরিবর্তিত হলেও চন্দরপল উইকেটেই পড়ে আছেন, ধৈর্য ও একাগ্রতার চূড়ান্ত প্রদর্শনী উপস্থাপন করে। তাই তো?

ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান অবসর নিয়ে নিয়েছেন নয় বছর আগে। তাই বলে ক্যারিবীয় ক্রিকেট যে চন্দরপলহীন হয়ে পড়েছে, তা কিন্তু নয়! বাবার পর এবার খেলে যাচ্ছেন চন্দরপলের ছেলে, ত্যাগনারায়ণ। শুধু খেলেই যাচ্ছেন বলাটা ভুল হবে, খেলার মধ্যে বাবার সেই চিরচেনা ধৈর্য ও একাগ্রতার বিষয়টা ফিরিয়ে এনেছেন যেন। গতকাল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের বিপক্ষে গায়ানার হয়ে ব্যাট করতে নেমে পুরো দিন ব্যাট করেছেন। না, ভুল পড়েননি। পুরো দিনই। ইনিংস উদ্বোধন করতে নেমে অপর প্রান্তে একের পর এক ব্যাটসম্যানকে চলে যেতে দেখেছেন, কিন্তু ত্যাগনারায়ণ উইকেট আঁকড়ে পড়ে ছিলেন বাবার মতোই। পরে সবাই আউট হয়ে গেলেও ত্যাগনারায়ণ আউট হননি, ২৮০ বল খেলে আটটা চার মেরে করেছেন ৬৬ রান।

ত্যাগনারায়ণের মতো অধ্যবসায় গায়ানার অন্য কোনো ব্যাটসম্যান দেখাতে পারেননি, ফলে গায়ানা অল আউট হয়ে গিয়েছে ২০৯ রানে। গত ম্যাচেও একই ভাবে নিজের ধৈর্যের ঝাঁপি খুলে বসেছিলেন ত্যাগনারায়ণ। লিওয়ার্ড আইল্যান্ডের বিপক্ষে গায়ানার হয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪৩ বল খেলে করেছিলেন ৬০ রান। ইনিংসটা সাজিয়েছিলেন সাতটা চার দিয়ে। যদিও সেদিন আউট হয়ে গিয়েছিলেন। সে ম্যাচটা গায়ানাও জিতেছিল দশ উইকেটে।

কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজে হওয়া সুপার ফিফটি টুর্নামেন্টে গায়ানা জাগুয়ারের হয়ে নেমেছিলেন বাবা-ছেলে দুজনই।