জামাল ভুঁইয়াকে ছাড়াই লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
>

চোটের কারণে আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না জামাল ভূঁইয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫ টায়।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জামাল ভূঁইয়া খেলতে পারবেন? এ মুহূর্তে এটিই বাংলাদেশের ফুটবলে বড় প্রশ্ন। ঊরুর চোটে গতকাল অনুশীলন করেননি। পুরোটা সময় মাঠের পাশে বসে কাটিয়েছেন। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হয়েছে। আজ লঙ্কানদের বিপক্ষে নেই বাংলাদেশ অধিনায়ক। দলীয় সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল খেলতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এমন বাঁচা-মরার ম্যাচে অধিনায়ক জামালকে না পাওয়া স্বাগতিকদের জন্য বড় ধাক্কাই । ফিলিস্তিনের বিপক্ষে চোটে পড়েন তিনি। প্রথমে চোটটি সাধারণ মনে হলেও শেষ পর্যন্ত মাঠের বাইরে পাঠিয়ে দিল তাঁকে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। একই ব্যবধানে শ্রীলঙ্কাও হেরেছে ফিলিস্তিনের কাছে। গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে সেমিফাইনালের টিকিট পেতে দুই দলের জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচটি ৯০ মিনিট ড্র থাকলে দুই দলের গোল গড়, মুখোমুখি ফল সবই সমান হবে। সে ক্ষেত্রে সরাসরি টাইব্রেকার।