মাহমুদউল্লাহই ডমিঙ্গোর অধিনায়ক

মাহমুদউল্লাহকে অধিনায়ক হিসেবেই পছন্দ কোচ ডমিঙ্গোর। প্রথম আলো ফাইল ছবি
মাহমুদউল্লাহকে অধিনায়ক হিসেবেই পছন্দ কোচ ডমিঙ্গোর। প্রথম আলো ফাইল ছবি

রাসেল ডমিঙ্গো বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন বেশ কিছু দিন হলো। এর মাঝে দুজন অধিনায়কের দেখাও মিলেছে তাঁর। টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কাজ করার পর এখন জুটি গড়েছেন মাহমুদউল্লাহর সঙ্গে। ডমিঙ্গোর আশা, ২০২০–এর টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাহমুদউল্লাহর সঙ্গেই কাজ করতে পারবেন তিনি।

ভারত সফরের আগ মুহূর্তে সাকিবকে হারিয়েছে বাংলাদেশ, আচমকা দায়িত্ব এসে পড়ে মাহমুদউল্লাহর কাঁধে। সে দায়িত্ব ভালোভাবেই সামলেছেন মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করায় মাহমুদউল্লাহর ওপর আস্থা বেড়েছে ডমিঙ্গোর। আজ সাংবাদিকদের প্রশ্নের মুখে তাঁর পছন্দের অধিনায়ক প্রসঙ্গে বলেছেন, ‘আমি আশা করি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের নেতৃত্ব দেবে। সে আমার পূর্ণ সমর্থন পাচ্ছে। আমি মনে করি, ভারতে সে দারুণ দেখিয়েছে। ওর সঙ্গে কাজ করা উপভোগ করি আমি। সে খুব ভালো মানুষ। পুরো দলের সম্মান আদায় করে নিয়েছে। সে বিশ্বমানের খেলোয়াড় এবং সেই আমার অধিনায়ক।’

ভারতের সিরিজ–নির্ধারণী টি-টোয়েন্টিতে কিছু ভুলের কারণে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। তবে ভারতের মাটিতে যেকোনো ফরম্যাটে প্রথম জয় পাওয়ার সাফল্য এসেছে। এবার মাহমুদউল্লাহর নেতৃত্বে পাকিস্তানেও এমন কিছু করার আশা করছেন ডমিঙ্গো, ‘ওরা (পাকিস্তান) বিশ্বের এক নম্বর দল। ওরা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে ডেকে এনেছে, আবার মোহাম্মদ আমিরকে বাদ দিয়েছে, কিন্তু আমরা সবাই জানি ওরা অসাধারণ টি-টোয়েন্টি দল। আমরা আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছি। আমাদের টি-টোয়েন্টি ক্রিকেট উন্নত হচ্ছে। আমরা জানি এটা কত বড় চ্যালেঞ্জ। আমরা দেখতে চাই, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে কেমন করি আমরা। আমরা ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিলাম। দেখি পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়ে সে অর্জন টপকাতে পারি কি না।’